বেঙ্গালুরু: চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। বর্তমানে চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২। এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়, চন্দ্রযান ২-তে লাগানো এল১৪ ক্যামেরা দিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৬৫০ কিলোমিটার উচ্চতা থেকে গতকাল ওই ছবি তোলা হয়েছে। এই প্রেক্ষিতে একটি টুইটও প্রকাশ করেছে ইসরো। সেখানে বলা হয়েছে, চন্দ্রযান ২-এর তোলা চাঁদের প্রথম ছবির ঝলক দেখুন। ছবিতে মার ওরিয়েন্টাল অববাহিকা ও অ্যাপোলো জ্বালামুখী স্পষ্ট দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে চন্দ্রযান ২।
দেখুন: চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ২
Web Desk, ABP Ananda | 22 Aug 2019 09:26 PM (IST)