নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্র ‘সিবিআই ও ইডি-কে ব্যক্তিগত বদলা নেওয়ার বিভাগ’ হিসেবে ব্যবহার করছে। এভাবে প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে ‘হত্যা’ করা হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে।
আইএনএক্স মিডিয়া আর্থিক তছরুপ মামলায় বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল তিনি রাত কাটিয়েছেন সিবিআই হেফাজতে।
এদিন এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘গত দুদিন সারা ভারত প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে হত্যা প্রত্যক্ষ করেছে’। তিনি কেন্দ্রের বিরুদ্ধে ‘সিবিআই ও ইডি-কে ব্যক্তিগত বদলা নেওয়ার বিভাগ’ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন।
কংগ্রেসের অভিযোগ, ‘প্রতিহিংসামূলক, বিদ্বেষপরায়ণ’ মনোভাব নিয়ে প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিগৃহীত করা হচ্ছে। এই ঘটনাকে ‘নির্লজ্জ ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা’ বলেও তোপ দেগেছে কংগ্রেস।
সুরজেওয়ালা বলেছেন, আর্থিক বেহাল দশা, অভূতপূর্ব কর্ম সংকোচন, টাকার দাম কমে যাওয়া এবং সমস্ত ক্ষেত্রে সংকটের জেরে যখন কল কারখানা ও বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, তখন এ সব দিক থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে কেন্দ্র।
কংগ্রেস নেতার অভিযোগ, ২০০৮-এর একটি অভিযোগ সম্পর্কে গত পাঁচ বছর নিষ্ফলা তদন্তের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিদম্বরমের বিরুদ্ধে কোনও স্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ আনতে ব্যর্থ হয়েছে। সুরজেওয়ালা বলেছেন, এর থেকে একটা বিষয়ই স্পষ্ট হয়ে ওঠে যে, দেশের সবাইয়ের মুখ বন্ধ রাখতে প্রবীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে। তাঁর অভিযোগ, মিথ্যে প্রচার চালানোর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।
তিনি বলেছেন, ‘গণতন্ত্রের এই হত্যার নীরব দর্শক হয়ে থাকা যায় না। তাই আমরা পি চিদম্বরমের পাশে রয়েছি এবং তিনি যে নির্দোষ, সে  সম্পর্কে আমাদের অটুট বিশ্বাসের কথা জানাচ্ছি’।
সুরজেওয়ালা বলেছেন, বিজেপি সরকারের আমলে আইনের শাসন বিপন্ন হয়ে পড়েছে। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস রয়েছে যে আইনের শাসনই বজায় থাকবে এবং সংবিধানে উল্লিখিত জীবন ও স্বাধীনতার কথার কথাতে পরিণত হবে না বলেই ভরসা রয়েছে।
সুরজেওয়ালা বলেছেন, আইএনএক্স মিডিয়া মামলায় অনেক অভিযুক্তকেই গ্রেফতার করা হয়নি। কিন্তু কোনও আইনি ভিত্তি ছাড়াই এক প্রবীণ রাজনীতিবিদকে গ্রেফতার করা হল। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্যপ্রমাণ সংগ্রহে হস্তক্ষেপের অভিযোগও নেই।
এই ঘটনাকে বিজেপি সরকারের চিদম্বরমকে হেনস্থা ও তাঁর খ্যাতিকে কালিমালিপ্ত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন কংগ্রেস মুখপাত্র। ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দাবি, নিজের কন্যাকে খুনের দায়ে অভিযুক্ত এক মহিলার বক্তব্যের ভিত্তিকে এক অভিজ্ঞ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সুরজেওয়ালার বলেছেন, শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ চিদম্বরম এখনও পর্যন্ত তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের সহযোগিতা করেছেন এবং এ ক্ষেত্রে কোনও প্রক্রিয়া তিনি এড়িয়ে যাননি বা তেমন কিছু করার অভিপ্রায়ও দেখাননি।
চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কী ধরনের তা জনসমক্ষে প্রকাশের জন্য কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েছেন চিদম্বরম।