কলকাতা: কিছুদিন আগেও ইউরোপের দেশগুলির মধ্যে করোনা ভাইরাস নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ছিল ইতালি। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে সারা বিশ্বে প্রথমদিকেই আছে ইতালি। তবে এখন অবস্থা অনেকটা ভাল। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ফলে ৪ মে থেকে লকডাউন শিথিল করতে চলেছে ইতালি সরকার। যাঁদের পেশার প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হবে, তাঁদের উপযুক্ত সুরক্ষাব্যবস্থা সহ যাওয়ার অনুমতি দেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে বয়স্ক ব্যক্তিরা আরও কিছুদিন বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। তাঁদের বাড়িতেই থাকতে হবে।

ইতালির ট্রেভিসো প্রদেশের মন্টেবেলুনা শহরে আছেন বঙ্গসন্তান বিপ্লব দেবনাথ। তিনি দু’দশকেরও বেশি সময় ধরে ইতালিতে আছেন। সেখানকার নাগরিকও হয়ে গিয়েছেন। ইতালি থেকে ফোনে এবিপি আনন্দকে বিপ্লববাবু জানালেন, ‘৪ মে থেকে চাকরি বা ব্যবসা যারা করে তারা বাইরে কাজে যেতে পারবে।  তবে মাস্ক, গ্লাভস, টুপি পরতেই হবে। না হলে মোটা অঙ্কের জরিমানা হবে। বয়স্ক ব্যক্তিদের বাড়িতেই থাকতে হবে। যদিও গতকাল থেকেই সবাইকেই একঘণ্টা করে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আমার স্ত্রী ও মেয়ে ৪৫ দিন পরে বাড়ির বাইরে গেল।’

বিপ্লববাবু আরও জানিয়েছেন, ‘আমি পেশায় ফ্লাওয়ার ডিজাইনার। আমার ছোট একটা দোকান আছে। সরকারের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, দোকানের বাইরে সবসময় গ্লাভস, মাস্ক রেখে দিতে হবে। কেউ দোকানে এলে তাকে গ্লাভস, মাস্ক পরেই ঢুকতে হবে। একজনের বেশি ক্রেতাকে দোকানে ঢুকতে দেওয়া যাবে না। বড় দোকান ও কারখানাগুলোয় ৪ মে থেকে রোজ সরকারের পক্ষ থেকে ডাক্তার পাঠানো হবে। সেখানকার কর্মীদের রোজ স্বাস্থ্যপরীক্ষা করা হবে।’

ইতালিতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের নাম ‘ইমুনি’। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে, কোনও ব্যক্তি কতজনের সংস্পর্শে এসেছেন, কার শরীরের একেবারে কাছাকাছি গিয়েছেন। যদি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হন, তাহলে অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে, তিনি কতজনের সংস্পর্শে এসেছেন। ফলে চিকিৎসকদের কাজ সহজ হবে।