জেটলি ওই ঘটনার উল্লেখ করে ফেসবুক পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যের ব্যাপার হল, সকালের খবরের কাগজে এ খবর দেখে যখন আমাদের বিবেকের দংশন হয়, তখন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, তাঁর পারিষদরা এক সংখ্যালঘু কনভেনশনে সংসদে আটকে থাকা তিন তালাককে অপরাধের তকমা দেওয়া বিল তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বেরিলির ‘নিকাহ হালালা’ আপনাদের বিবেকে ধাক্কা মারেনি?’ শিরোনামে লেখা পোস্টে জেটলি বলেছেন, প্রয়াত রাজীব গাঁধী সুপ্রিম কোর্টের শাহবানু মামলার রায় উল্টে দিয়ে পর্বতপ্রমাণ ভুল করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে সব মুসলিম মহিলার ভরনপোষণের গ্যারান্টি সুনিশ্চিত হয়েছিল। রাজীব গাঁধীর সিদ্ধান্ত স্বামী পরিত্যক্ত মহিলাদের বিপন্ন করে গরিবির পাঁকে ফেলে দেয়। ৩২ বছর বাদে তাঁর ছেলে আরেকটি পিছিয়ে দেওয়া পদক্ষেপ করলেন যা তাঁদের শুধু বিপন্নই করবে না, এমন এক পরিস্থিতিতে ঠেলে দেবে যা মানুষ পরিচয়, অস্তিত্বেরই বিপরীত। বেরিলির মুসলিম মহিলাটিকে পশুর জীবন মেনে নিতে বাধ্য করা হয়েছে।
জেটলি কটাক্ষ করেছেন, ভোট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জরুরি ন্যয়। রাজনৈতিক সুবিধাবাদীরা শুধু পরদিনের হেডলাইন হতে চান, দেশনির্মাতারা ভাবেন পরবর্তী শতকের কথা।