পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেসের সরকার গঠনের উদ্যোগের মধ্যেই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
Web Desk, ABP Ananda | 21 Nov 2018 09:23 PM (IST)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নাটকে নয়া মোড়। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের সমর্থন নিয়ে মেহবুবা মুফতি সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই পিডিপি-তে বিদ্রোহের কথা শোনা যায়। মেহবুবার দলের বিদ্রোহী নেতা ইমরান আনসারি দাবি করেন, তাঁর সঙ্গে ১৬ জন বিধায়ক আছেন। পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোন আবার জানান, বিজেপি-র সমর্থনে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যপালের শাসনের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিধানসভা ভেঙে দেওয়া হল। এর আগে আজ ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর জোট সরকার গঠনের জন্য হাত মেলানোর কথা জানান পিডিপি নেতা আলতাফ বুখারি। এরপর সন্ধেবেলা রাজ্যপালকে চিঠি দিয়ে মেহবুবা দাবি করেন, তাঁর সঙ্গে ৫৬ জন বিধায়কের সমর্থন রয়েছে। তাই তাঁকে সরকার গড়তে দেওয়া হোক। সাজ্জাদ পাল্টা দাবি করেন, তাঁর সঙ্গে ৪৪ জন বিধায়কের সমর্থন আছে। তাই তাঁকে সরকার গড়ার জন্য ডাকা উচিত রাজ্যপালের। তবে কোনও দলকেই সরকার গড়ার সুযোগ না দিয়ে বিধানসভা ভেঙেই দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক।