নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেইন ২০২১-এর তারিখ আজ ঘোষণা করা হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জেইই মেইনের দিনক্ষণ ঘোষণা করেন। আগামী বছরের ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই পরীক্ষা। আবেদনের ফর্ম ডাউনলোড করা যাবে ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে। পোখরিয়াল আরও জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা ধাপে ধাপে গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে হবে এই প্রবেশিকা।


এর আগে ট্যুইট করে পোখরিয়াল আরও জানিয়েছেন, ‘জেইই মেইন পরীক্ষার বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবার পরামর্শ খতিয়ে দেখেছি। আজ সন্ধে ৬টায় আমি পরীক্ষার সূচি, কতগুলি ধাপে পরীক্ষা হবে, সেসব ঘোষণা করব।’ এরপর তিনি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রথম দফায় ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে প্রবেশিকা পরীক্ষা চলবে, শেষদিনের পরীক্ষার পাঁচ দিনের মধ্যে তার ফল প্রকাশিত হবে। এবার এই পরীক্ষার ধরনও বদলে যাচ্ছে। পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক পরীক্ষায় ৯০-এর মধ্যে ৭৫টি বা ৩০-এর মধ্যে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। নতুন ব্যবস্থা অনুযায়ী এবার জেইই মেইন পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকছে না। শীঘ্রই আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে।

এবার জেইই মেইন পরীক্ষার র‌্যাঙ্কিংয়ের ধরনও বদলে যাচ্ছে। কোনও পরীক্ষার্থী যদি চারটি ধাপেই পরীক্ষা দেন, সেক্ষেত্রে চারবারের পরীক্ষার মধ্যে তাঁর সেরা ফল যা হবে, সেটই বিবেচনা করা হবে।

জেইই মেইন ২০২১ পরীক্ষা ১৩টি ভাষায় দেওয়া যাবে। বাংলা, হিন্দি, ইংরাজি, গুজরাতি, অসমিয়া, কন্নড়, মরাঠি, পঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, উড়িয়া ও মালয়লমে পরীক্ষা দেওয়া যাবে বলে জানিয়েছেন পোখরিয়াল।