নয়াদিল্লি: ২০ তারিখ বিজেপি-র পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন জে পি নাড্ডা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর। গত বছরের জুনে বিজেপি-র কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব নেন নাড্ডা। এবার তিনি সভাপতি হচ্ছেন।
বিজেপি সূত্রে খবর, নাড্ডার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে এই অনুষ্ঠান হবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীরাও এই অনুষ্ঠানে থাকবেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রাজ্যে বিজেপি-র সাংগঠনিক নির্বাচন শুরু হয়। ১৫ ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করার কথা ছিল। কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়ায় সাংগঠনিক ভোট পিছিয়ে যায়। এখনও পর্যন্ত শুধু বিহার ও রাজস্থানেই সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। দলীয় সংবিধান অনুযায়ী, জাতীয় সভাপতি নির্বাচনের আগে অন্তত ৫০ শতাংশ রাজ্যে সাংগঠনিক নির্বাচন শেষ করতে হবে। কিন্তু এখনও সেটা হয়নি। এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি নেতারা। এরপর সব রাজ্যের সংগঠনে ২০ তারিখের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় জাতীয় সভাপতি নির্বাচনের বিষয়ে আর দেরি করতে চাইছেন না বিজেপি নেতারা।
২০ তারিখ পরবর্তী বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন জে পি নাড্ডা, খবর সূত্রের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2020 04:49 PM (IST)
বিজেপি সূত্রে খবর, নাড্ডার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -