Live Update: দেড় ঘণ্টা বিক্ষোভ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে গেলেন রাজ্যপাল, শুরু সমাবর্তন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Dec 2019 01:53 PM
দেড় ঘণ্টা বিক্ষোভের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে গেলেন রাজ্যপাল, শুরু সমাবর্তন।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করলেন রাজ্যপাল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্জি ফেরালেন বিক্ষোভকারীরা। তাঁরা কিছুতেই রাজ্যপালকে ভিতরে ঢুকতে দেবেন না, অনড় বিক্ষোভকারীরা।
উপাচার্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না, কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন, ট্যুইটে অভিযোগ রাজ্যপালের।
রাজ্যপালের বক্তব্য অনুসারে,
উপাচার্য তাঁকে জানান তিনি 'অসহায়'।
সেক্ষেত্রে উপাচার্য তাঁর দায়িত্ব থেকে সরে যান, এমন কথাও বলেন আচার্য ধনকড়।
টেলিফোনে আচার্য-উপাচার্যের কথা।
গাড়ি থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল। ক্ষোভপ্রকাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে।
সাংবিধানিক প্রধান ও আচার্য হিসেবে তিনি উদ্বিগ্ন, জানালেন ধনকড়
উপাচার্য ব্যবস্থা নিচ্ছেন না বলে ক্ষোভপ্রকাশ রাজ্যপালের।
শীর্ষ প্রশাসনের জন্যই এই অবস্থা, অভিযোগ রাজ্যপালের
পরিকল্পিত ভাবেই এই বিক্ষোভ, বললেন ধনকড়
আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ করলেন রাজ্যপাল। অভিযোগের আঙুল তুললেন উপাচার্যের দিকেও।
কী করে আচার্যকে ছাড়া সমাবর্তন হতে পারে, প্রশ্ন তুললেন আচার্য ধনকড়।

প্রেক্ষাপট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল প্রভাবিত শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। দেখানো হচ্ছে কালো পতাকা। রাজ্যপালকে বয়কটের ডাক দিয়েছে পড়ুয়ারাও। রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কয়েকজন ডিগ্রি প্রাপক ব্যাজ পরে সমাবর্তনে যোগ দিয়েছেন। পড়ুয়াদের একাংশ ডিগ্রি না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
বিক্ষোভের মধ্যেও গাড়িতে বসে একের পর এক ট্যুইট রাজ্যপালের।




বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন জগদীপ ধনকড়। একটি ট্যুইটে তিনি লেখেন, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছি যাতে ছাত্ররা তাদের ডিগ্রি নিতে পারে, তাদের পরিশ্রমের ফল উপভোগ করতে পারে এবং সমাজে নিজেদের অবদান রাখতে পারে। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথ অবরুদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি।




বহু ছাত্রছাত্রীরা সমাবর্তন বয়কট করা স্লোগানও তোলেন।
পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন রাজ্যপাল। উপাচার্যর ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যপাল।
অন্যদিকে রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন মঞ্চের কাছাকাছি পৌঁছলেন উপাচার্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.