মুম্বই : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ নিয়ে সোচ্চার কঙ্গনা রানাউত। প্রয়াত অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিংহ বলেছেন, কঙ্গনা কোনও এই মামলা লড়ছেন না। তিনি শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির সাধারণ সমস্যার কথা তুলে ধরছেন।
সিংহ সংবাদসংস্থাকে বলেছেন, 'কঙ্গনা সুশান্তর বন্ধু নন। তিনি মূলত সংবাদমাধ্যমে ইন্ডাস্ট্রির বৈষম্য সংক্রান্ত বিষয় তুলে ধরছেন'।
গত ১৪ জুন সুশান্তকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। এই মর্মান্তিক ঘটনার পর কঙ্গনা একটি ভিডিও জারি করেন, সেখানে তাঁকে সুশান্তর মৃত্যু এবং স্বজনপোষণের বিতর্ক উস্কে 'মুভি মাফিয়া' ও 'নেপো-কিডস' সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেখা যায়।
সুশান্তর পরিবারের আইনজীবী বলেছেন, 'যে ইস্যু কঙ্গনা উত্থাপন করেছেন তা সঠিক। কিন্তু তিনি সুশান্ত সিংহ রাজপুতের প্রতিনিধি নন বা তাঁর হয়ে মামলা লড়ছেনও না। তিনি ইন্ডাস্ট্রির সাধারণ সমস্যা তুলে ধরছেন। হতে পারে সুশান্ত স্বজনপোষণের শিকার। কিন্তু কঙ্গনা তাঁর প্রতিনিধিত্ব করছেন না। সুশান্তর জন্য তিনি কিছুই করছেন না। তিনি তাঁর নিজের কাজ করছেন'।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত বুধবার সুশান্তর মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে এই রায়কে স্বাগত জানিয়েছেন কঙ্গনা।