মুম্বই: সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নয়া বিতর্কে জড়ালেন তিনি। গতকাল ছিল মহাত্মা গাঁধীর ৭৩-তম প্রয়াণ দিবস। সেদিনই ট্যুইট করে গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসের সমর্থনে মুখ খোলেন কঙ্গনা। তিনি লেখেন, ‘প্রতিটি গল্পেরই তিনটি দিক থাকে, আপনার, আমার আর সত্য। একজন ভাল গল্পবলিয়ে কোনও কিছু গোপন করেন না, আবার কোনও বিষয়ে দায়বদ্ধও থাকেন না। সেই কারণেই আমাদের পাঠ্যবইগুলি কোনও কাজের না। এই বইগুলি শুধু দেখানোর জন্যই।’

গতকাল দেশজুড়ে ‘শহিদ দিবস’ পালন করা হয়। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। রাজঘাটে গিয়ে গাঁধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেদিনই ট্যুইট করে গডসেকে সমর্থন করেন কঙ্গনা। তাঁর এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে যেমন তাঁর এই বক্তব্যকে সমর্থন করছেন, তেমনই আবার অনেকে তাঁর বিরোধিতাও করছেন।

কিছুদিন আগেই ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের সমর্থনে সরব হন কঙ্গনা। তিনি বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। অনেকে এর আগে সমস্যায় পড়েছেন। এতে উপকৃত হবেন সাধারণ মানুষ।’ এর আগেও তিনি একাধিকবার ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে মুখ খুলেছেন। বিজেপি-র ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই অভিনেত্রী। তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েছেন। তিনি যেমন সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করেছেন, তেমনই নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদেরও কটাক্ষ করেছেন। ফের বিতর্কে জড়ালেন তিনি।

বেশ কিছুদিন হল কঙ্গনার কোনও ছবি মুক্তি পায়নি। তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থলাইভি’-তে অভিনয় করেছেন তিনি। সেই ছবিটি তৈরি হয়েছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। গত বছরের ২৬ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। কবে ছবিটি মুক্তি পাবে, সেটি এখনও জানা যায়নি।

এছাড়া অ্যাকশন থ্রিলার ‘ধাকড়’ এবং অন্য একটি ছবি ‘তেজস’-এর শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। ছবিগুলি মুক্তির অপেক্ষায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। নিজেই ট্যুইট করে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি ইন্দিরার ভূমিকায় অভিনয় করবেন। পুরনো একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেই ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মতোই পোশাক ও হেয়ারস্টাইল দেখা যাচ্ছে তাঁর। তবে এই ছবিটিকে ইন্দিরার বায়োপিক বলতে নারাজ কঙ্গনা।