এবার কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সব রাজ্য সরকার এবং কেন্দ্রের সব মন্ত্রককেই আজ ‘শহিদ দিবস’ পালন করতে বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘শহিদ দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট ধরে দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। তারপর ১১টা থেকে পালন করলে হবে ২ মিনিট নীরবতা। সাইরেন শুনতে পেলেই যে যেখানে থাকুক, সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনে অংশ নিতে হবে। নীরবতা পালনের পর ১১টা ২ থেকে ১১টা ৩ পর্যন্ত ফের বাজবে সাইরেন।’
নির্দেশিকায় কেন্দ্র আরও জানিয়েছে, যে সব জায়গায় সাইরেন বাজানোর পরিকাঠামো নেই, সেখানে সংশ্লিষ্ট প্রশাসনকে নীরবতা পালন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।
বিরোধী দলগুলি অবশ্য কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেছে। বিজেপি-র সঙ্গে তরজায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
আজ সকালে ট্যুইট করে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, ‘দেশের পক্ষ থেকে আমি জাতির জনক মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। তিনি আজকের দিনে শহিদ হন। তাঁর শান্তি, অহিংসা, সারল্য, মহৎ উদ্দেশ্য এবং নম্রতা থেকে শিক্ষা নিয়ে সেগুলি মেনে চলা উচিত আমাদের। আসুন, সবাই তাঁর দেখানো সত্য ও ভালবাসার পথে চলি।’
উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু একাধিক ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই পুণ্যতিথিতে মহান বাপুর প্রতি শ্রদ্ধা। তাঁর আদর্শ এখনও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। দেশের স্বাধীনতা এবং প্রত্যেক ভারতবাসীর কল্যাণের জন্য যে মহান মহিলা ও পুরুষরা নিজেদের উৎসর্গ করেন, আজ তাঁদের বলিদানের কথা স্মরণ করি।’