মুম্বই: বাংলো ভাঙা নিয়ে এবার ক্ষতিপূরণ দাবি কঙ্গনা রানাউতের। বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। তাঁর আবেদন, ‘২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বৃহন্মুম্বই পুরসভাকে।’ নোটিস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই যেভাবে বাংলো ভেঙে দেওয়া হয়েছে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
বম্বে হাইকোর্টে দায়ের করা আবেদনপত্রে কঙ্গনা বলেছেন, ‘পালি হিলসের বাংলোর ৪০% ভেঙে দেওয়া হয়েছে। ঝাড়বাতি, সোফা ও প্রচুর দুষ্প্রাপ্য শিল্পকর্ম নষ্ট হয়েছে। মোট ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা। সেই ক্ষতিপূরণ দিতে হবে বিএমসি-কে।’
হাইকোর্টে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেছেন, বিএমসি-র পক্ষ থেকে দাবি করা হলেও, ৫ সেপ্টেম্বর কঙ্গনার বিরুদ্ধে বেআইনি নির্মাণ চিহ্নিতকরণ সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়নি। ৭ সেপ্টেম্বর সেই নির্মাণ ভেঙে ফেলার উপর স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন কঙ্গনা। ৮ সেপ্টেম্বর বিএমসি-র কাছে জবাব পাঠানো হয়। এরপর ৯ সেপ্টেম্বর আদালত বলে, আপাতত বাংলো ভাঙার কাজ বন্ধ রাখতে হবে। কিন্তু ততক্ষণে বাংলোর ৪০ শতাংশ ভেঙে দেওয়া হয়েছে। আদালতে বিষয়টি বিচারাধীন থাকলেও, তার তোয়াক্কা করেনি বিএমসি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kangana vs BMC Row: বাংলো ভাঙার জন্য বিএমসি-কে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, হাইকোর্টে আবেদন কঙ্গনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 04:29 PM (IST)
বম্বে হাইকোর্টে দায়ের করা আবেদনপত্রে কঙ্গনা বলেছেন, ঝাড়বাতি, আসবাব ও প্রচুর দুষ্প্রাপ্য শিল্পকর্ম নষ্ট হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -