বেঙ্গালুরু: কর্নাটকে তিন লোকসভা ও দুই বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস-জেডি(এস) জোট দুটি লোকসভা আসনে এগিয়ে ও দুটি বিধানসভা আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিজেপি একটি মাত্র লোকসভা আসনে জিতেছে।শিমোগায় জিতেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র। ওই আসনে জেডি(এস) প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বঙ্গারাপ্পার ছেলে মধু বঙ্গারাপ্পাকে  ৫২,১৪৮ ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী রাঘবেন্দ্র।



এদিকে, বিজেপির শক্তঘাঁটি বেল্লারি লোকসভা আসন ছিনিয়ে নিল কংগ্রেস। কংগ্রেসের ভিএস উগরাপ্পা বিজেপির জে শান্থাকে ২,৪৩,১৬১ ভোটে হারিয়ে দিয়েছেন। শান্থা বি শ্রীরামালুর বোন। এই বিজেপি নেতা এ বছর মে মাসে বিধানসভা নির্বাচনে জয়ের পর ওই লোকসভা আসনটি থেকে ইস্তফা দিয়েছিলেন।



মহীশূর অঞ্চলের ভোক্কালিগা অধ্যূষিত মান্ড্য আসনে নিজেদের শক্তঘাঁটিতে ৩২৪৯৪৪ ভোটে  জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী এল শিবরামে গৌড়া। এই আসনে বিজেপি প্রার্থী ড. সিদ্দারামাইয়া।



যে তিন লোকসভা নির্বাচনে উপনির্বাচন হয়, সেগুলির মধ্যে বেল্লারি ও শিমোগা বিজেপির দখলে ছিল। মান্ড্য ছিল জেডি(এস)-এর দখলে।
রামনগর আসনে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী ১০৯১৩৭ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এল চন্দ্রশেখরকে হারিয়ে দিয়েছেন। চন্দ্রশেখর অবশ্য ভোটের আগেই তাঁর পুরানো দল কংগ্রেসে ফিরে গিয়ে লড়াই থেকে সরে দাঁড়ান। তবে সরকারিভাবে এই কেন্দ্রে তিনিই বিজেপি প্রার্থী। ভোটের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। কাজেই এই কেন্দ্রে কুমারস্বামীর স্ত্রী কার্যত ওয়াক ওভার পেয়েছেন।



জামখণ্ডি আসনে কংগ্রেস প্রার্থী আনন্দ নিয়ামগৌড়া বিজেপি প্রার্থীকে ৩৯,৪৮০ ভোটে হারিয়ে দিয়েছেন। এই কেন্দ্রের বিধায়ক তথা আনন্দের বাবা সিদ্দু নিয়ামগৌড়ার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল।
দুটি বিধানসভা আসনের একটি কংগ্রেস ও অন্যটি জেডি(এস)-এর দখলে ছিল।
আগামী বছরের লোকসভা ভোটের আগে এই উপনির্বাচনকে কর্নাটকে কংগ্রেস-জেডি(এস) জোটের জনপ্রিয়তার একটা পরীক্ষা ছিল বলে মনে করা হচ্ছে।