মুম্বই:  দিন কয়েকের মধ্যেই বিয়ে রণবীর সিংহ-দীপিক পাড়ুকোনের বিয়ে। চার হাত এক হওয়ার আগে বাড়িতে বিয়ে সংক্রান্ত নানা অনুষ্ঠান নিময় কানন পালনও শুরু হয়ে গিয়েছে এরমধ্যে। দীপিকা পাড়ুকোনের বাড়িতে নান্দী পুজো হতে দেখা গিয়েছে। এদিকে রণবীরের বাড়িতে রবিবার হয়েছে হলুদ লাগানোর অনুষ্ঠান। বিয়ের পর রয়েছে বিশাল করে রিসেপশনের অনুষ্ঠান। বিয়ের দিন আসন্ন হলেও, নবদম্পতি বিয়ের পর কোথায় থাকবেন, সেই নিয়ে এখনও রয়েছে বিস্তর জল্পনা।

তবে যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে দীপভীর বিয়ে পর কোথায় থাকবেন, ততদিন স্থির হয়েছে দীপিকার বাড়িতেই আপাতত থাকবেন রণবীর সিংহ। নিজেদের নতুন সংসার পাতার বাসস্থানটি ধীরে সময় নিয়েই সাজাবেন নবদম্পতি। কোনও রকম তাড়াহুড়োই পছন্দ নয় দীপভীরের।

বর্তমানে দীপিকার প্রভাদেবী রেসিডেন্টিয়াল কমপ্লেক্সে ২৭ তলায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। আপাতত সেটাই হবে নবদম্পতির বাসা। এই অ্যাপার্টমেন্টের দাম আনুমানিক ১৬ কোটি টাকা।

সাময়িকভাবে এই অ্যাপার্টমেন্টেই রণবীর-দীপিকা থাকবেন কারণ, অভিনেত্রীর বাবা-মা, বোন বেঙ্গালুরুতেই থাকেন। এদিকে এই অ্যাপার্টমেন্ট যেটা দীপিকা গত কয়েক বছর ধরে সাজিয়েছেন, সেটা ছেড়ে চলে আসুন অভিনেত্রী, চান না রণবীর। তাই তিনিই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এ মাসের ১৪-১৫ তারিখে দীপভীরের বিয়ে। দুটো রিসেপশন হবে, একটি মুম্বইয়ে, অপরটি বেঙ্গালুরুতে। বিয়ে হচ্ছে ইতালিতে।