পুলিশ সূত্রে খবর, আরব সাগরের কুরুমাগাডা দ্বীপে নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক মেলা উপলক্ষে যান ১,০০০ তীর্থযাত্রী। যে নৌকাটি ডুবে যায়, সেটিতে ২৬ জন ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পরেই উদ্ধারকার্যে নামে নৌবাহিনী ও উপকূলরক্ষীবাহিনী। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকার্যে সাহায্যের জন্য গোয়া থেকে ডর্নিয়ের বিমান আনা হচ্ছে।