মুম্বই: বলিউডে জোর কানাকানি, কেদারনাথ ছবির দুই নায়ক নায়িকা সুশান্ত সিংহ রাজপুত ও সারা আলি খান প্রেমে পড়েছেন। এক সঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে তাঁদের।
সেফ আলি খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের মেয়ে সারা কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন। আর তখন থেকেই ছবির নায়ক সুশান্তের সঙ্গে তাঁর মাখামাখি অনেকের নজরে পড়েছে। জোরদার খবর, তাঁরা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। জানা যাচ্ছে, দিনকয়েক আগে দেরাদুন ঘুরতে যান সারা। কিন্তু নিজের সফর কাটছাঁট করে মুম্বই ফিরে আসেন তিনি। কারণ সুশান্তের জন্মদিন। রাতে তাঁর ফ্ল্যাটে সারা যান কেক নিয়ে। দুজনে ডিনার করতে যান তারপর। বেশ কিছুক্ষণ সময় কাটান তাঁরা, তারপর সুশান্ত বাড়ি পৌঁছে দেন সারাকে।
সুশান্ত এর আগে দীর্ঘদিন ধরে টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গে তিনি প্রেম করছেন বলে শোনা যায়। আর সারা প্রকাশ্যেই জানিয়েছেন, তিনি ডেট করতে চান অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে।
কৃতী শ্যাননের সঙ্গে সম্পর্ক অতীত, সুশান্ত এবার কি প্রেম করছেন সারা আলি খানের সঙ্গে?
ABP Ananda, Web Desk
Updated at:
23 Jan 2019 11:43 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -