KMC Election 2021 Live : ‘কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে,’ নির্দেশ মমতার

KMC Election Live Updates : "টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" প্রচারে গিয়ে ফুলবাগানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Dec 2021 06:17 PM

প্রেক্ষাপট

কলকাতা : শহরে যখন শীতের (Winter) আমেজ, তখন প্রচারে উষ্ণ পরিবেশ। রবিবারই পুরভোট (KMC Election) । তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার...More

KMC Election Live: তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে বার্তা অভিষেকের

 তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।