KMC Election 2021 Live : ‘কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে,’ নির্দেশ মমতার

KMC Election Live Updates : "টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" প্রচারে গিয়ে ফুলবাগানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Dec 2021 06:17 PM
KMC Election Live: তৃণমূল করে খাওয়ার জায়গা নয়, পুরভোটের প্রচারে বার্তা অভিষেকের

 তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

KMC Election 2021 Live Updates : আগামী দিনে আমার কাজ শিল্প করা, কর্মসংস্থান করা, নির্বাচনী প্রচারে বললেন মমতা

আগামী দিনে আমার কাজ শিল্প করা, কর্মসংস্থান করা। ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়েছি। 

KMC Election Live:দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা মমতার

বুধবার বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এদিন সেই প্রসঙ্গে টেনে বারবার বিজেপিকে নিশানা করেন মমতা।

KMC Election 2021 Live Updates : পুরভোটের আগে বৃহস্পতিবার তিন-তিনটে সভা করলেন তৃণমূল নেত্রী

রবিবার কলকাতায় পুর-যুদ্ধ। তার আগে বৃহস্পতিবার তিন-তিনটে সভা করলেন তৃণমূল নেত্রী। বাঘাযতীন, বেহালার পর কালীঘাটে। দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে গিয়ে, ফের দিলেন সতর্কবার্তা।

KMC Election Live:কেউ কেউ বলত মমতা দুর্গাপুজো করতে দেয় না, আজ তাদের মুখে চুনকালি, তোপ মমতার

কেউ কেউ বলত মমতা দুর্গাপুজো করতে দেয় না। আজ তাদের মুখে চুনকালি। 

KMC Election 2021 Live Updates : যেখানে জলাশয় আছে, সব কাউন্সিলরকে বলল পার বাঁধিয়ে দিন, বললেন মমতা

যেখানে জলাশয় আছে, সব কাউন্সিলরকে বলল পার বাঁধিয়ে দিন। বললেন মমতা। 

KMC Election Live: পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর কলকাতায় মিছিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর কলকাতায় মিছিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল করে খাওয়ার জায়গা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, পুরভোটের প্রচারে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

KMC Election 2021 Live Updates :রবিবার কলকাতা পুরসভার ভোট, স্লগ ওভারে প্রচারে ঝড় তুলছে ডান-বাম সব পক্ষ

রবিবার কলকাতা পুরসভার ভোট। শেষ হয়ে আসছে প্রচারের সময়। স্লগ ওভারে প্রচারে ঝড় তুলছে ডান-বাম সব পক্ষ।

KMC Election Live :বানতলায় চর্মনগরী, ৫ লক্ষ চাকরি, আরও হবে, বললেন মমতা

বানতলায় চর্মনগরী, ৫ লক্ষ চাকরি, আরও হবে, বললেন মমতা। 

KMC Election 2021 Live Updates :আগামীদিনের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

বুধবার সিন্ডিকেটের বিরুদ্ধে দলের নেতাদের সতর্ক করে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার আগামীদিনের তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার। 

KMC Election Live :অন্ডালের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করব, ঘোষণা মমতার

অন্ডালের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করব, ঘোষণা মমতার। 

KMC Election 2021 Live Updates :ইউনেস্কো বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে, কটাক্ষ অভিষেকের

ইউনেস্কো বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। কটাক্ষ অভিষেকের। 

KMC Election Live : ‘কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে,’ বার্তা মমতার

‘কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে,’ বার্তা মমতার। 

KMC Election 2021 Live Updates :‘বেহালার জল জমার সমস্যা দূর করতে হবে,’ বললেন মমতা

‘বেহালার জল জমার সমস্যা দূর করতে হবে,’ বললেন মমতা। 

KMC Election Live :১-১০ জানুয়ারি ও ২০-৩০ জানুয়ারি পর্যন্ত ফের দুয়ারে সরকার, বললেন মমতা

১-১০ জানুয়ারি ও ২০-৩০ জানুয়ারি পর্যন্ত ফের দুয়ারে সরকার। পাড়ায় পাড়ায় সমাধানও খুব দ্রুত হবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

KMC Election 2021 Live Updates : ‘আগামীদিনে আমার কাজ শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা,’ বললেন মমতা

‘আগামীদিনে আমার কাজ শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা,’ বললেন মমতা। 

KMC Election Live :‘বাংলাকে বিশ্বসেরা করতে যতদূর যেতে হয় যাব’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘বাংলাকে বিশ্বসেরা করতে যতদূর যেতে হয় যাব’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

KMC Election 2021 Live Updates : ‘ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের এক টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি’, অভিযোগ মমতার 

‘ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের এক টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি’, অভিযোগ মমতার। 

KMC Election Live : "নতুন উড়ালপুল তৈরি হবে, যানজটমুক্ত হয়ে যাবে কলকাতা'', ঘোষণা মমতার

"নতুন উড়ালপুল তৈরি হবে, যানজটমুক্ত হয়ে যাবে কলকাতা'', ঘোষণা মমতার। 

KMC Election 2021 Live Updates : ২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেব, জানালেন মমতা

২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেব, জানালেন মমতা। 

KMC Election Live : বড়বাজারে অভিষেকের রোড শো, বাঘাযতীনে সভা মমতার

বড়বাজারে অভিষেকের রোড শো। বাঘাযতীনে সভা মমতার। 

KMC Election 2021 Live Updates : ‘বিজেপি কলকাতায় পুরসভায় ক্ষমতায় এলে বস্তি আইনের নিষ্পত্তি করবে,’ জানালেন শুভেন্দু অধিকারী

‘বিজেপি কলকাতায় পুরসভায় ক্ষমতায় এলে বস্তি আইনের নিষ্পত্তি করবে,’ জানালেন শুভেন্দু অধিকারী। 

KMC Election Live : ভোটে বাধা দিলে রাজ্যজুড়ে প্রতিরোধ-প্রতিবাদে নামবে বিজেপি, হুঁশিয়ারি শুভেন্দুর

ভোটে বাধা দিলে রাজ্যজুড়ে প্রতিরোধ-প্রতিবাদে নামবে বিজেপি। ঝান্ডা নিয়ে পথে নামবে বিজেপি, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 

KMC Election 2021 Live Updates : কলকাতা পুরসভা নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী

পোড় খাওয়া আইনজীবী। এই প্রথম ভোটের ময়দানে। কলকাতা পুরসভা নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। শেষ বেলার প্রচারে চষে ফেলছেন রাজপথ থেকে অলিগলি। পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে।

KMC Election Live : ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লিপিকা মান্নার সমর্থনে বর্ণাঢ্য প্রচারে ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লিপিকা মান্নার সমর্থনে বর্ণাঢ্য প্রচারে ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ছিলেন এই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ও ১০৮ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্তকুমার ঘোষও। ঢাক, মাদল নিয়ে রণ পা নৃত্য-সহযোগে বর্ণময় প্রচার কসবা এলাকায়।

KMC Election 2021 Live Updates : অভিষেক মুখোপাধ্যায়ের সমর্থনে ঢাকুরিয়ায় নির্বাচনী পথসভা ফিরহাদ হাকিমের

৯১ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বৈশ্বানর চট্টোপাধ্যায় ও ৯২ নম্বর ওয়ার্ডের প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়ের সমর্থনে ঢাকুরিয়ায় নির্বাচনী পথসভা ফিরহাদ হাকিমের।

KMC Election Live : বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত

বুকে বি পজিটিভ ব্যাজ লাগিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত। এদিন হেদুয়া এলাকায় প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন ভ্যাকসিন হয়েছে কি না। 

KMC Election 2021 Live : মানুষই খারিজ করেছে বিজেপিকে , প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের

মানুষই খারিজ করেছে বিজেপিকে। বাহিনীর দাবি তো খারিজ হবেই। প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। দায়িত্ব বাড়ল কমিশনেরই। পাল্টা শুভেন্দু অধিকারী। 

KMC Election 2021 : আজ দক্ষিণ কলকাতায় দুটি নির্বাচনী সভা করবেন মমতা

গোয়া থেকে ফিরে পুরভোটের প্রচারে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফুলবাগানের পর আজ দক্ষিণ কলকাতায় দুটি নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী।দুপুরে বাঘাযতীনের সভায় উপস্থিত থাকবেন যাদবপুর ও টালিগঞ্জ এলাকার প্রার্থীরা। এরপর বিকেলে বেহালা চৌরাস্তায় নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। শেষবেলায় পুরভোটের প্রচারে ঝড় তুলতে আজ পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুরে বড়বাজার থেকে শিয়ালদা হয়ে বৌবাজার পর্যন্ত রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

KMC Election update : রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের, পুর ভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী

রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের
পুর ভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী
নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার
কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির আর্জি খারিজ হাইকোর্টে

KMC Election Live Update : পুরভোটের আগে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট করলেন রূপার

দল আমাকে তাড়াতে পারে। আমি নগণ্য কার্যকর্তা। গৌরব বিশ্বাস ও তিস্তা বিশ্বাসের পাশে আছি। পুরভোটের আগে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের ফেসবুক পোস্ট করলেন রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা পুরভোটের ৩ দিন আগে বিজেপির সাংসদের দীর্ঘ পোস্টে উঠে এল দলের প্রয়াত কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাসের কথা।

KMC Poll 2021 Live : শেষ মুহূর্তে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে ডান-বাম সব পক্ষ

সময় বড্ড কম। শেষ মুহূর্তে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে ডান-বাম সব পক্ষ। 

KMC Election Live : অনিতা কর মজুমদারের হয়ে বর্ণাঢ্য প্রচার এলাকার বিধায়ক অরূপ বিশ্বাসের

কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদারের হয়ে বর্ণাঢ্য প্রচার এলাকার বিধায়ক অরূপ বিশ্বাসের। এদিন বাঁশদ্রোণী এলাকায় ব্যান্ড বাজিয়ে, বেলুন দিয়ে সাজানো হুডখোলা গাড়িতে চড়ে চলে প্রচার

KMC Election 2021 : পুরভোটের আগে সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা মমতার

পুরভোটের আগে সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা মমতার। সিন্ডিকেট নিয়ে মমতার বার্তা লোকদেখানো বলে মনে করছে বিরোধীরা। আগে এরকম অনেক বলেছেন, কাজ কিছুই হয়নি, খোঁচা বিজেপির। 

KMC Election Live : প্রথম ভোটের ময়দানে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী, পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে

পোড় খাওয়া আইনজীবী। এই প্রথম ভোটের ময়দানে। কলকাতা পুরসভা নির্বাচনে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। শেষ বেলার প্রচারে চষে ফেলছেন রাজপথ থেকে অলিগলি। পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দুয়ারে।

KMC Election 2021 Live : দুর্নীতি রুখতে আগামী দিনে সবকিছু অনলাইনে করার পরিকল্পনার কথা বললেন মুখ্যমন্ত্রী

কে কোথায় বাড়ি করবেন, কোত্থেকে জিনিসপত্র কিনবেন, তা কাউন্সিলর ঠিক করে দিতে পারে না। গতকাল কলকাতায় পুরভোটের প্রচারে নেমে সিন্ডিকেট নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। দুর্নীতি রুখতে আগামী দিনে সবকিছু অনলাইনে করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সিন্ডিকেট ইস্যুতে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

KMC Election Live : KMC ভোটে তৃণমূল পেতে পারে ১৩০টি আসন, বিজেপি পেতে পারে ১৩ : সি ভোটারের সমীক্ষা

কলকাতার পুরভোটে তৃণমূল পেতে পারে ১৩০টি আসন। বিজেপি পেতে পারে ১৩, বামেদের এক। নাও খাতা খুলতে পারে কংগ্রেস। ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

KMC Election Live : পুরসভায় ভাল কাজ করলে ও মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল: তালডাংরার তৃণমূল বিধায়ক

পুরসভায় ভাল কাজ করলে ও মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। পুরভোটের আগে এবার দলীয় নেতা-কর্মীদের কড়াবার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। মানলেন কাজ না করার ফলে, বিধানসভা ভোটে খারাপ ফলের ঘটনাও। নতুন মুখ এনে ভোটে জিততে চাইছে। কটাক্ষ বিজেপির

KMC Election Live : বাঁকুড়ায় কয়েকজন সিপিএম নেতা-নেত্রীর বাড়িতে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক

বাঁকুড়ায় কয়েকজন সিপিএম নেতা-নেত্রীর বাড়িতে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তবে একে সৌজন্যের রাজনীতি বলেই দাবি করছে বাম ও বিজেপি

প্রেক্ষাপট

কলকাতা : শহরে যখন শীতের (Winter) আমেজ, তখন প্রচারে উষ্ণ পরিবেশ। রবিবারই পুরভোট (KMC Election) । তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।


সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata CP)। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী।  তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ।  বাকিরা কলকাতা পুলিশের কর্মী।  ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন  জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। 


গোয়া থেকে ফিরেই বুধবার কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া (Goa) থেকে ফিরেই ফুলবাগানে  ভোটের প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরভোটে ফুলবাগানে মমতার প্রথম সভা হল এদিনই। এদিকে, আজ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া যায়। এই আবহে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি। কিন্তু মৃত্যু ভয় কম। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন।


পাশাপাশি তিনি এও বলেন, "কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব। করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" "  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.