KMC Election 2021 Live : সময় বড্ড কম, স্লগ ওভারে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ

KMC Election 2021 Live Updates: প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল ও বিজেপি, দুই দলের প্রার্থীরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Dec 2021 05:00 PM

প্রেক্ষাপট

কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভার ভোট (KMC Election 2021)। প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP), দুই দলের প্রার্থীরা। মঙ্গলবার তিলোত্তমা জুড়ে...More

KMC Election Live : সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি, জানালেন কলকাতার পুলিশ কমিশনার

সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী।  তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ।  বাকিরা কলকাতা পুলিশের কর্মী।  ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন  জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।