KMC Election 2021 Live : সময় বড্ড কম, স্লগ ওভারে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ
KMC Election 2021 Live Updates: প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল ও বিজেপি, দুই দলের প্রার্থীরা।
সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী। তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ। বাকিরা কলকাতা পুলিশের কর্মী। ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।
শহরে যখন শীতের আমেজ, তখন প্রচারে উষ্ণ পরিবেশ। রবিবারই পুরভোট। তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।
একসময়ের প্রতিদ্বন্দ্বী আজকের সহকর্মী। ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাম্মি জাহানের হয়ে প্রচার করছেন ফারজানা চৌধুরী। যিনি ২০০৫-এ শাম্মি জাহানকে হারিয়েই কাউন্সিলর হয়েছিলেন। আজ দু’জনই অন্য দল ছেড়ে শাসকদলে।
১৯ ডিসেম্বর পুরভোট, কলকাতায় চলছে জোরকদমে প্রচার
গোয়া থেকে ফিরেই কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে মমতা।
ভোটের বাকি আর ৩দিন। কলকাতা জুড়ে নাকা তল্লাশি শুরু পুলিশের।
সিন্ডিকেট নিয়ে মমতার বার্তা লোকদেখানো বলে মনে করছে বিরোধীরা। "আগে এরকম অনেক বলেছেন, কাজ কিছুই হয়নি,'' খোঁচা বিজেপির।
সময় বড্ড কম, স্লগ ওভারে কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ
দুর্নীতি রুখতে এবার বাড়ি থেকে শিল্পে সব ধরনের অনুমতি পেতে অনলাইনের পথে হাঁটছে রাজ্য।
"বাড়ি তৈরির সামগ্রী কোথা থেকে কিনবে, কাউন্সিলর ঠিক করবে না'' হুঁশিয়ারি মমতার।
রবিবার শহরে পুর ভোট, তার আগে শহরে চলছে নাকা চেকিং।
"১ জানুয়ারি স্টুডেন্টস ডে পালন করব,'' জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২০২৪-র মধ্যে বাংলার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অনলাইনে এবার থেকে কাজগুলো করতে হবে, ভোটপ্রচারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে।'' ভোটপ্রচারে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
বাবার সুবাদে পরিচিতি তৈরি হলেও, নয় নয় করে ২০ বছরের কাউন্সিলর কৃষ্ণা সিংহ। ভোট প্রচারে ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাঁর পারফরম্যান্সের কথা তুলে ধরছেন। নিজের ওয়ার্ড নিয়ে তারক সিংয়ের মেয়ের বেশকিছু পরিকল্পনা আছে।
১৯ ডিসেম্বর কলকাতায় পুর ভোট। তার আগে বাসন্তী হাইওয়েতে কলকাতাগামী গাড়িতে চলল চেকিং। কলকাতা পুরভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। শুক্রবার বিকেলের মধ্যে কলকাতায় পৌঁছবে রাজ্য পুলিশ।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি হবে আগামীকাল। জানাল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পর, মঙ্গলবার হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই।
পুরভোটে এজেন্ট নিয়ে এবার হাইকোর্টে মামলা বিজেপির. ‘বুথ ভিত্তিক নয়, ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট করা হোক’। এই দাবিতে হাইকোর্টে মামলা ১১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।
পুরভোটের প্রচারে নেমে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে তৃণমূলের বর্ণময় প্রচারে পা মেলান কর্মী, সমর্থকরা।
পুরভোটকে মাথায় রেখে জনসংযোগে নামলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। গতকাল কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বাড়ি গিয়ে পুর-পরিষেবা সম্পর্কে জানতে চান বিধায়ক নিখিলরঞ্জন দে। পুরসভা কাজ করেনি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। এসব করে লাভ হবে না। ভোটের বাক্সেই জবাব মিলবে, কটাক্ষ তৃণমূলের।
মশারির মধ্যে প্রার্থী। এভাবেই আজ আমহার্স্ট স্ট্রিট এলাকায় প্রচার করলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে ব্যর্থ কলকাতা পুরসভা। তাই পুরভোটের আগে এই ইস্যুকেই সামনে রেখে প্রচার করছেন তিনি। বাড়ি বাড়ি মশারি বিলিরও দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।
৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ খান এদিন পিকনিক গার্ডেন এলাকায় প্রচার করেন। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী মন্ত্রী জাভেদ খানের ছেলে।
কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়। যত দ্রুত এবং যত কম দফায় সম্ভব নির্বাচন করতে হবে। রাজ্য এবং নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের। বাকি পুরসভাগুলিতে কবে ভোট, তা নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে আলোচনা করে ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
পুরভোটের প্রচারে নেমে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে তৃণমূলের বর্ণময় প্রচারে পা মেলান কর্মী, সমর্থকরা।
৬৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাম্মি জাহানের সমর্থনে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে তিলজলা এলাকায় প্রচার করলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন দেবাশিস কুমার।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি হবে আগামীকাল, জানিয়ে দিল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পর, মঙ্গলবার হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই
কলকাতা পুরভোটে আপাতত স্থগিতাদেশ নয় । যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে । যত কম দফায় ভোট করাতে হবে।
পুরভোটের আবহে তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া সদরের বহিষ্কৃত বিজেপি সভাপতি । আগামীকাল তৃণমূলে যোগ দিচ্ছেন সুরজিত্ সাহা, জানালেন অরূপ রায়। শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে দল থেকে বহিষ্কার হন সুরজিত্ সাহা। ‘তৃণমূলে যোগ দিতে আবেদন করেছিলেন, গ্রহণ করেছে শীর্ষ নেতৃত্ব’। জানালেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়ার পর, মঙ্গলবার হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই।
বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এদিন শুনানি হয়। বিজেপির তরফে আইনজীবী সুরেন্দ্র কুমার কাপুর অভিযোগ করেন, অন্তত ৪জন বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার পর থেকে প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে।
অভিযোগ জানানো সত্ত্বেও, পদক্ষেপ তো দূরের কথা পুলিশ অভিযোগ নিতেও অস্বীকার করে।
হুগলির বিজেপি সাংসদ নিখোঁজ বলে উল্লেখ করে পোস্টার । বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ বলে উল্লেখ করে পোস্টার। পাণ্ডুয়া বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, তেলিপাড়া মোড়ে পোস্টার। পোস্টারের নীচে কোনও নাম লেখা নেই
। গতকাল সিঙ্গুরের ধর্না মঞ্চেও অনুপস্থিত ছিলেন লকেট।
কলকাতা পুরভোটে সব ভোটগ্রহণ কেন্দ্র ও স্ট্রং রুমে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে বিজেপির মামলার শুনানি হবে আজ।
পুরভোট মামলায় আজ হাইকোর্টে রায়দান। সব পুরভোট একসঙ্গে করার দাবিতে মামলা। আজ সকাল সাড়ে ১০টায় রায় দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জনমানসে তৃণমূল মহিলা কংগ্রেসের পরিচিতি বাড়াতে দলের মূল সংগঠনের কাজকর্মে তাঁদের অন্তর্ভুক্ত করা হোক। বাঁকুড়ায় সংগঠনের কর্মশালা থেকে এমনই আর্জি জানালেন তৃণমূলের মহিলা সংগঠনের এক নেত্রী। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বাবার সুবাদে পরিচিতি তৈরি হলেও, নয় নয় করে ২০ বছরের কাউন্সিলর কৃষ্ণা সিং। ভোট প্রচারে ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাঁর পারফরম্যান্সের কথা তুলে ধরছেন। নিজের ওয়ার্ড নিয়ে তারক সিংয়ের মেয়ের বেশকিছু পরিকল্পনা আছে।
প্রেক্ষাপট
কলকাতা : ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভার ভোট (KMC Election 2021)। প্রচারের জন্য হাতে সময় খুব কম। শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP), দুই দলের প্রার্থীরা।
মঙ্গলবার তিলোত্তমা জুড়ে ভোটের হাওয়া তুঙ্গে প্রচার (campaign)। কেউ বা হেঁটে, কেউ আবার হুডখোলা গাড়িতে চড়ে, জোরদার প্রচারে সব পক্ষই। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন ফিরহাদ হাকিম।
তবে, নিজের পাশাপাশি দলের অন্য প্রার্থীদের জন্যও সময় বের করছেন তিনি।
মঙ্গলবার ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপন সমাদ্দারের সমর্থনে ট্যাংরা এলাকায় প্রচার চালালেন ফিরহাদ। ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি বাগকে নিয়ে নিউ আলিপুর এলাকায় প্রচার চালালেন পার্থ চট্টোপাধ্যায়। শাসক দল যখন শহরজুড়ে জোরদার প্রচার চালাচ্ছে, তখন পিছিয়ে নেই বিজেপিও। ১৬নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শরৎকুমার সিংহকে নিয়ে হেঁদুয়া এলাকায় পায়ে হেঁটে প্রচার চালালেন দিলীপ ঘোষ। প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাইলেন ভোটারদের আশীর্বাদ...।
কলকাতা পুরভোটেও চায়ে পে চর্চা । হেঁদুয়ার একটি চায়ের দোকানে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে চা খেতে খেতে আড্ডা জমাতেও দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে। বিকেলে ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস শীলের হয়ে শোভাবাজার এলাকায় পদযাত্রা করেন দিলীপ ঘোষ।
পরে জোড়াবাগানের খোট্টা বাজারেও প্রচার করেন তিনি। ২৪নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। ২৫নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুনীল হর্ষ। গেরুয়া শিবিরের দুই প্রার্থীর সমর্থনেই মঙ্গলবার জনসংযোগে নামেন শুভেন্দু অধিকারী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -