কলকাতা: ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্য করার জন্য কংগ্রেস সাংসদ শশী তারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতার একটি আদালত। গত বছর, তারুর মন্তব্য করেছিলেন, বিজেপি ২০১৯ নির্বাচন জিতলে সংবিধানকে পুনরায় রচনা করবে এবং অচিরেই হিন্দু পাকিস্তান রাষ্ট্রে পরিণত হবে ভারত। কংগ্রেস সাংসদের এই মন্তব্যে জোর বিতর্কের সৃষ্টি হয়। তারুরের থেকে ক্ষমা দাবি করে বিজেপি।
তারুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় আইনজীবী সুমিত চৌধুরী। তাঁর অভিযোগ, কংগ্রেস সাংসদের এই মন্তব্যের ফলে সম্প্রীতিভঙ্গ হয়েছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার তারুরের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দীপাঞ্জন সেন।
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে তিরুঅনন্তপুরমে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তারুর বলেছিলেন, যদি ২০১৯ লোকসভা নির্বাচনে তারা (বিজেপি) ফের জেতে, তাহলে আমাদের বর্তমান গণতান্ত্রিক সংবিধানের কোনও অস্তিত্ব থাকবে না। কারণ, সংবিধানকে ছিঁড়ে ফেলে নতুন সংবিধান লিখতে তাদের কাছে সবরকম উপকরণ থাকবে।
তারুর আরও বলেছিলেন, ওই নতুন সংবিধান হিন্দু রাষ্ট্রের নীতি অনুসরণ করবে। সেখানে সংখ্যালঘুদের সমানাধিকার থাকবে না। তার বদলে একটা হিন্দু পাকিস্তান তৈরি হবে যেটা মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, সর্দার পটেল, মৌলানা আজাদ সহ দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া তামাম সংগ্রামীরা কোনওদিন কল্পনা করেননি।
‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জন্য শশী তারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2019 08:47 PM (IST)
গত বছর, তারুর মন্তব্য করেছিলেন, বিজেপি ২০১৯ নির্বাচন জিতলে তারা সংবিধানকে পুনরায় রচনা করবে এবং অচিরেই হিন্দু পাকিস্তান রাষ্ট্রে পরিণত হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -