জানা গেছে, কোঙ্গারা রামিরেড্ডি নামে চিত্তুর জেলার ইয়েরপেডু মন্ডলের চেল্লোরের বাসিন্দা ওই যুবক বি টেক স্নাতক। সোশ্যাল মিডিয়ায় সস্তায় হাততালি কুড়োতে এর আগেও সে ঝুঁপিপূর্ণ একাধিক ভিডিও তুলেছিল। এবার অবশ্য আর রেহাই পায়নি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। রেলওয়ে আইন-১৯৮৯-এর ১৫৩ (ইচ্ছাকৃত বা ভুলবশত রেলের যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা) ধারা ও ১৪৩ ( রেল চত্বরে বেআইনি অনুপ্রবেশ) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশকে দেওয়া প্রাথমিক বয়ানে ওই যুবক জানিয়েছে, অর্থোপার্জনের জন্য সে এ ধরনের ভিডিও তৈরি করেছে। এখনও পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলের জন্য সে ৪০-এর বেশি এধরনের ভিডিও করেছে। এরমধ্যে রেল লাইনে ক্ষতিকর জিনিসপত্র রাখার মতো বিপজ্জনক কাজের ভিডিও-ও রয়েছে। তার বাড়ির পাশে রেললাইনে এ পর্যন্ত সে সব্জি,ফল, মুরগীর মাংসের টুকরো, খেলনা, আতসবাজি, সাইকেলের চেন, এমনটি বাইকও রেখেছে।আরও বেশি দর্শক যোগাড় করে সোশ্যাল মিডিয়ায় অর্থোপার্জনের জন্যই সে এ ধরনের ভিডিও করেছে।
পুলিশ বলেছে, এ ধরনের কাজ খুবই গুরুতর এবং এতে রেলওয়ে এবং যাত্রীদেরও গুরুতর ক্ষতি হতে পারত।