Strand Road Fire LIVE: ৯ জনের দেহই সনাক্ত, দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ রাজ্যপালের

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Mar 2021 09:58 PM
Strand Road Fire LIVE:  অগ্নিদগ্ধ পূর্ব রেলের অফিস পরিদর্শনে বিজেপি নেতা-নেত্রীরা

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে। ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা। এদিন অগ্নিদগ্ধ পূর্ব রেলের অফিস পরিদর্শনে যান বিজেপি নেতা রাহুল সিনহা ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 

Strand Road Fire LIVE: দমকলকেই কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যপাল

স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর দায় কার? রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে খবর পেয়েও দমকলের বিরুদ্ধেই দেরীতে আসার পাল্টা অভিযোগ রাজ্যপালের। দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ।

Strand Road Fire LIVE: ৯ জনের দেহই সনাক্ত

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ৯ জনের দেহই সনাক্ত। রেলের সিনিয়র টেকনিশিয়ান সুদীপ দাসের দেহ সনাক্ত। এসএসকেএম-এর মর্গে দেহ সনাক্ত করেছে পরিবার। গতকালই ৮ জনের দেহ সনাক্ত করা হয়। 

Strand Road Fire LIVE: চোখের জলে চিরবিদায় এএসআইকে

পুলিশের নিহত এএসআই অমিত ভাওয়ালকে লালবাজারে গান স্যালুট কলকাতা পুলিশের। কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডে নিহত হন হেয়ার স্ট্রিট থানার এই এএসআই।

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে সুজন

রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন না রেলের কোনও আধিকারিক।মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।


    অন্যদিকে, ঘটনাস্থলে আসেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।  তিনি রেলের গাফিলতির পাশাপাশি, দমকলের   উপযুক্ত পরিকাঠামো না থাকারও অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এখানে রাজনীতি করা উচিত নয়। ঘটনায় রেল ও রাজ্য- উভয়েরই গাফিলতি রয়েছে।


 

Strand Road Fire LIVE: নিহত এএসআই-কে লালবাজারে গান স্যালুট

অগ্নিকাণ্ডে নিহত পুলিশ কর্মী অমিত ভাওয়ালকে লালবাজারে গান স্যালুট। বাগুইহাটির বাসিন্দা এএসআই অমিত ভাওয়াল।

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে আসেন বিজেপি নেতৃত্ব

এদিন স্ট্র্যান্ডরোডে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতৃত্ব। আসেন মুকুল রায়, স্বপন দাসগুপ্ত।

Strand Road Fire LIVE: মমতাকে কটাক্ষ অমিত মালব্যর

যখনই পশ্চিমবঙ্গে কোনও দুর্ঘটনা ঘটে,মমতা বন্দ্যোপাধ্যায় অপরকে দোষারোপ করেন। ২০১৬ সালের ব্রিজ ভেঙে পড়া কিংবা আমরির অগ্নিকাণ্ডের জন্য তিনি বামপন্থীদের দায়ী করেছিলেন। ধুলাগড়ের দাঙ্গার জন্য সোশাল মিডিয়াকে দায়ী করেন। আর আজ স্ট্র্যান্ড রোডের মৃত্যুর ঘটনায় তিনি রেল কর্তৃপক্ষকে দায়ী করছেন। ট্যুইট করে কটাক্ষ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত  বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্যর।

Strand Road Fire LIVE: পৌঁছল ফরেন্সিক দল

পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর এ অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু ছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলে  পৌঁছল ফরেন্সিক দল।

Strand Road Fire LIVE:শোকস্তব্ধ পরিবার

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে অগ্নিকাণ্ডে মৃত রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল ও হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। শোকস্তব্ধ পরিবার।

Strand Road Fire LIVE: বরাতজোরে রক্ষা বেশ কয়েকজন রেল কর্মীর

বরাত জোরে বেঁচে গিয়েছেন নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলার বেশ কয়েকজন রেল কর্মী। কেউ সময়ের আগে বেরিয়ে গিয়েছিলেন, কেউ বা গতকাল অনুপস্থিত ছিলেন। তাঁদের দাবি, ১৩ তলায় শতাধিক কর্মী বসলেও, অগ্নি নির্বাপণ যন্ত্র ছিল নামমাত্র। কোন কোন যন্ত্র আবার কাজও করত না। ফায়ার ড্রিলও কখনও হয়নি।

Strand Road Fire LIVE: বাড়ির ম্যাপ না পাওয়ার কথা স্বীকার

ঘটনাস্থলে রেলের আধিকারিকরা ছিলেন বলে দাবি করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। তবে বাড়িটির ম্যাপ যে পাওয়া যায়নি সেকথা স্বীকার করে নিয়েছেন তিনি।


এর আগে এই ভয়াবহ দুর্ঘটনায় রেলের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ঘটনাস্থলে ছিলেন না রেলের আধিকারিকরা। পাওয়া যায়নি বিল্ডিং-এর ম্যাপও।

Strand Road Fire LIVE: অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না: দমকল

অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে দাবি দমকলের।

Strand Road Fire LIVE: অগ্নিকাণ্ডে বিপর্যস্ত অনলাইন টিকিট বুকিং পরিষেবা, চালু ইমার্জেন্সি সার্ভার

পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১২ তলায় সার্ভার রুমে আগুন লাগায় বিপর্যস্ত হয়ে পড়েছে অনলাইন টিকিট বুকিং পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে ইমার্জেন্সি সার্ভার চালু করা হয়েছে। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। ট্রেন ছাড়ার চার্ট তৈরিতে সমস্যা হওয়ায়, সেকেন্দ্রাবাদে মেন সার্ভারের মাধ্যমে অটো চার্ট মোডে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। 
পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় অনলাইন রিজার্ভেশন বন্ধ। আপাতত বন্ধ রয়েছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বুকিং।

Strand Road Fire LIVE: অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করতে চলেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ

পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করতে চলেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ৩০৪-এর এ অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু ও দমকল আইনে মামলা রুজু হচ্ছে।

Strand Road Fire LIVE: একজনের দেহ শনাক্ত করা যাচ্ছে না, ডিএনএ টেস্টের ভাবনা

স্পেশাল পারমিশনে গত রাতেই মৃতদের শরীরের ময়নাতদন্ত। দমবন্ধ হয়ে মৃত্যু দুজনের। তাঁদের শরীরে মিলেছে কার্বন মনোক্সাইড। ঝলসে গিয়েছেন ৭ জন। ১ জনকে শনাক্ত করা যাচ্ছে না। তাঁর ডিএনএ টেস্ট করা হতে পারে বলে সূত্রের খবর।

Strand Road Fire LIVE: মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ রেলমন্ত্রীর

পূর্ব রেলের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছিলেন বলে ট্যুইট করলেন পীযূষ গোয়েল। পরপর তিনটি ট্যুইট করেন রেলমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, মৃত ৯ জনের পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক কর্তা ঘটনাস্থলে রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সব কাজ করা হয়েছে। রাজ্যের সঙ্গে সবরকম সহযোগিতা করা হচ্ছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও রেলমন্ত্রী তাঁর ট্যুইটে জানিয়েছেন।


এর আগে এই ভয়াবহ দুর্ঘটনায় রেলের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ঘটনাস্থলে ছিলেন না রেলের আধিকারিকরা। পাওয়া যায়নি বিল্ডিং-এর ম্যাপও।

Strand Road Fire LIVE: নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা: পিএমও

কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারবর্গকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সহায়তা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।  পিএমও ট্যুইট করে এ কথা জানিয়েছে।

Strand Road Fire LIVE: শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

কলকাতায় স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী। ট্যুইট মারফৎ তিনি মৃতদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Strand Road Fire LIVE: বিপর্যস্ত অনলাইন টিকিট বুকিং পরিষেবা

গতকাল সন্ধে ৬টা ১০-এ স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ও অ্যাকাউন্ট সেকশনে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ১২ তলায়। সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ২৫টি ইঞ্জিন। রাত ২টো নাগাদ ফের আগুন দেখা যায়। পরে একটি লিফটে বন্ধ অবস্থায় উদ্ধার হয় রেল আধিকারিক-সহ ২ দেহ। অপর লিফটে ৪ দমকল কর্মী-সহ ৭ জনের মৃত্যু হয়। লিফটে আটকে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। 


রাতেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এবং দুই মন্ত্রী সুজিত বসু ও ফিরহাদ হাকিম। 


পূর্ব রেলের দফতরে সার্ভার রুমে আগুন লাগায় বিপর্যস্ত হয়ে পড়েছে অনলাইন টিকিট বুকিং পরিষেবা। পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় অনলাইন রিজার্ভেশন বন্ধ। আপাতত বন্ধ রয়েছে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের বুকিং।

Strand Road Fire LIVE: ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। এদের মধ্যে রয়েছেন 
রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থপ্রতিম মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী আরপিএফ কনস্টেবল সঞ্জয় সাহানি, ৪ দমকল কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল।২ জনকে এখনও সনাক্ত করা যায়নি। 

Strand Road Fire LIVE: দশ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

প্রায় দশ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Strand Road Fire LIVE: অগ্নিকাণ্ডের তদন্তে কমিটি গঠন পূর্ব রেলের

 স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিং-এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন রেল আধিকারিকরা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে রেলমন্ত্রকের পক্ষ  উচ্চ পর্যায়ের  চার সদস্যের তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। ট্যুইট রেলমন্ত্রীর। 
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেলও। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে রাজ্য সরকার ও দমকল কর্মীদের সঙ্গে সমন্বয়ে রেখে সব রকম সাহায্য করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

Strand Road Fire LIVE: আজ যাচ্ছে ফরেন্সিক দল

আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।

Strand Road Fire LIVE: আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৪.১০ টা নাগাদ

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুনে মৃত ৯। ৪ দমকলকর্মী, ২ আরপিএফ, ১ এএসআইয়ের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে রেলের আধিকারিক ও এক কর্মীর।


রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার প্রাণ হারিয়েছেন। মৃত্যু হয়েছে রেলের ডেপুটি সিসিএম পার্থপ্রতিম মণ্ডলের।


২ টি লিফটে মৃত্যু হয়েছে ৯ জনের ।একটি লিফটে বন্ধ অবস্থায় উদ্ধার রেল আধিকারিক-সহ ২ দেহ। অপর লিফটে ৪ দমকল কর্মী-সহ ৭ জনের মৃত্যু।লিফটে আটকে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু বলে অনুমান। লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয় ডেপুটি সিসিএমের দেহ। রাত ২ নাগাদ ফের আগুন  দেখা যায় বিল্ডিং ১৩ তলায়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৪.১০ টা নাগাদ। 

Strand Road Fire LIVE: স্ট্র্যান্ড রোডের বহুতলের চার তলায় নতুন করে আগুন ছড়াল

স্ট্র্যান্ড রোডের বহুতলের চার তলায় নতুন করে আগুন ছড়াল।

Strand Road Fire LIVE: আগুনে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজারের মৃত্যু

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন, মৃত ৯। ৪ দমকলকর্মী, ২ আরপিএফ, ১ এএসআইয়ের মৃত্যু। মৃত্যু হয়েছে রেলের আধিকারিক ও এক কর্মীর। রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজারের মৃত্যু। মৃত্যু হয়েছে রেলের ডেপুটি সিসিএম পার্থপ্রতিম মণ্ডলের।

Strand Road Fire LIVE: একটি লিফটে ২ ও অপর লিফটে ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়

একটি লিফট থেকে রেলের সিসিএম ও তাঁর রক্ষীর মৃতদেহ উদ্ধার হয়। আর অন্য লিফট থেকে পাওয়া যায় অপর ৭ জনের মৃতদেহ। ৪ জন দমকলকর্মী, ২ আরপিএফ ও এক পুলিশ অফিসার ছিলেন ওই লিফটে।

Strand Road Fire LIVE: একের পর এক দেহ এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে

স্ট্র্যান্ড রোডের বহুতলে ভয়াবহ আগুন। ৯ জনের মৃত্যু। একের পর এক দেহ উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত ময়নাতদন্ত করা হবে দেহের, ঘোষণা মমতার।

Strand Road Fire LIVE: এসএসকেএমে মুখ্যমন্ত্রী

ম্যাপ পেলে আগুন নেভাতে সুবিধা হতো, এসএসকেএমে বললেন মমতা। রেলের অফিসার দেরিতে আসায় ক্ষুব্ধ মমতা। স্ট্র্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে।

Strand Road Fire LIVE: স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯

ডেপুটি CCM-এর রক্ষী সঞ্জয় সাহানির মৃত্যু। স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯।

Strand Road Fire LIVE: আগুনে মৃত কলকাতা পুলিশের এসএসআই অমিত ভাওয়াল

স্ট্র্যান্ড রোডের ভয়াবহ আগুনে মৃত কলকাতা পুলিশের এসএসআই অমিত ভাওয়াল। 

Strand Road Fire LIVE: নতুন করে আগুন ছড়াচ্ছে স্ট্র্যান্ড রোডে

নতুন করে আগুন ছড়াচ্ছে স্ট্র্যান্ড রোডে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি।

Strand Road Fire LIVE: রেলের কেউ আসেনি, সহযোগিতাও করেনি, আক্রমণ মমতার

রেলের জায়গা, রেলের সবটাই। তাদের ওপরও দায়িত্ব বর্তায়। ওরা কেউ আসেনি। দমকল থেকে ম্যাপ চাওয়া হয়েছিল। সেই সহযোগিতাও করেনি। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মারা গেলেন ৭ জন। তাঁদের মধ্যে ৫ জন দমকলকর্মী। একজন RPF কর্মী, একজন হেয়ার স্ট্রিট থানার পুলিশ কর্মী। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Strand Road Fire LIVE: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য

মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের

Kolkata Strand Road Fire LIVE: অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

ভয়াবহ অগ্নিকাণ্ড স্ট্র্যান্ড রোডে। আগুন নেভাতে গিয়ে লিফটে আটকে পড়েছিলেন দমকলকর্মীরা। ৭ জনের মৃত্যু। যাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন দমকলকর্মী।

Kolkata Strand Road Fire LIVE: রেলের ১ নিরাপত্তারক্ষীর মৃত্যু

১৩ তলায় রেলের ১ নিরাপত্তারক্ষীর মৃত্যু। মৃত ব্যক্তি রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী।

Strand Road Fire LIVE: স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন, ৬জনের মৃত্যুর আশঙ্কা

স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন, ৬জনের মৃত্যুর আশঙ্কা। লিফটের মধ্যে ৫জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা। ১৩ তলায় রেলের ১ নিরাপত্তারক্ষীর মৃত্যুর আশঙ্কা।

Strand Road Fire LIVE: ৪ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন

প্রায় ৪ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। আগুন নেভাতে গিয়ে ৭-৮জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে আশঙ্কা।

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার

বিধ্বংসী অগ্নিকাণ্ড স্ট্র্যান্ড রোডে। ঘটনাস্থলে ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার।

Strand Road Fire LIVE: নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন

৬-৭ জন দমকলকর্মী আটকে পড়েছেন বলে জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু। লিফট থেকে বেরিয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। কেউ মারা গিয়েছেন কি না, তা নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে ফিরহাদ হাকিম ও সুজিত বসু

ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেছেন, 'রেসকিউ টিম ওপরে গিয়েছে। তাঁরা না নীচে নামলে সঠিক খবর পাওয়া যাবে না।'

Strand Road Fire LIVE: ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন

সন্ধে ৬টা নাগাদ আগুন লাগে বহুতলের ১৩ তলায়। ক্রমশ তা ছড়িয়ে পড়ে ১২ তলায় রেকর্ড রুমে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যান চলাচল। 

Strand Road Fire LIVE: আগুন নেভাতে গিয়ে অসুস্থ ৭-৮ জন দমকলকর্মী

নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে গিয়ে ৭-৮ জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

Strand Road Fire LIVE: সার্ভার রুমে আগুন, পূর্ব ভারতে বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ

সার্ভার রুমে আগুন, পূর্ব ভারতে বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ। বিপর্যস্ত র্পূর্ব রেল, দঃ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেলের অনলাইন পরিষেবা। 

প্রেক্ষাপট

কলকাতা: স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন। ৫-৬ জনের মৃত্যুর আশঙ্কা। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে গিয়ে ৫ থেকে ৬ জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৫-৬ জন দমকলকর্মীর মৃত্যুর আশঙ্কা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.