নয়াদিল্লি: ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি’...বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর রাজস্থানের চুরুতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কবিতার কয়েকটি পংক্তি আবৃত্তি করেছিলেন নরেন্দ্র মোদি। সঙ্গে জনগণকে আশ্বাস দিয়েছিলেন, দেশ সুরক্ষিত হাতে আছে। নরেন্দ্র মোদির আবৃত্তি করা সেই পংক্তিগুলি নিয়েই গান রেকর্ড করলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। টুইটারে গানের ভিডিওটি শেয়ারও করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর বলা সেই কবিতা প্রত্যেক ভারতবাসীর মনের কথা। তাই সেই কবিতাকে গানের রূপ দিয়েছেন তিনি।
৩০ মার্চ, প্রধানমন্ত্রী টুইটারে লতা মঙ্গেশকরের সেই টুইট-বার্তাটি শেয়ার করেন। তারপর তিনি লেখেন, ‘এই গানের মধ্য দিয়ে আপনার স্নেহ ও আশীর্বাদ আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’