নয়াদিল্লি: অরণ্যের দিনরাত্রি মানে প্রতি মুহূর্তে জীবন-মৃত্যুর হাতছানি। সহজাত প্রবৃত্তি অনুসারেই নানা ধরনের বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করে পশুকূল। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় তাদের। সেখানে   জীবন-মৃত্যুর মধ্যে ফারাক কখনও কখনও গড়ে দিতে পারে একটি মাত্র লাফ। বিশ্বাস না হলে একটি ভাইরাল ভিডিও দেখে নেওয়া যেতে পারে। ওই ভিডিওতে হায়নার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে দেখা যাচ্ছে একটি চিতাবাঘকে।

ভিডিওটি ৯ সেকেন্ডের। ওই সামান্য সময়েই বোঝা সম্ভব যে, সামনে চলে আসা একটি হায়নার থেকে নিজেকে বাঁচানোর কার্যত কোনও উপায়ই ছিল না চিতাবাঘটির। কিন্তু ওই চরম সংকটের সময়েও সহজাত উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে হায়নায় ওপর দিয়ে একটা লাফ মেরে সোজা একটি গাছে উঠে পড়ল চিতাবাঘটি।




ইন্ডিয়ান ফরেস্ট অফিসার (আইএফএস) সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, সিংহ ও হায়নাই একমাত্র পশু যারা মাঝেমধ্যে পূর্ণবয়স্ক চিতাবাঘকে আক্রমণ করে পেড়ে ফেলার চেষ্টা করে। চিতাবাঘ হায়নার সঙ্গে লড়াইয়ে জখম হওয়া বা মৃত্যুর ঝুঁকি এড়িয়ে চলে।

অনলাইনে ভিডিওটি শেয়ার হওয়ার পর তা ইতিমধ্যেই প্রায় কয়েক হাজারবার দেখা হয়েছে। সেইসঙ্গে ভিডিওটি প্রচুর লাইকও হয়েছে। নেটিজেনরা ক্লিপটি দেখে বিভিন্ন ধরনের মন্তব্যও করেছেন।