নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত ৯টায় বাড়ির সব আলো নিভিয়ে ৯ মিনিটের জন্য় প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালানোর ডাক দিয়েছেন। এক্ষেত্রে তাঁকে সমর্থন জানিয়ে দেশের সবাইকে আজ রাতে আলো জ্বালানোর আহ্বান জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। তাঁদের সুরেই প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও।

ট্য়ুইটে বিরাট লিখেছেন, ‘স্টেডিয়ামের ক্ষমতা থাকে দর্শকদের মধ্যে। আর ভারতের স্পিরিট হল নাগরিকদের মধ্যে। আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে, আমরা সবাই এক। আমাদের স্বাস্থ্যযোদ্ধাদের দেখিয়ে দিতে হবে, আমরা তাঁদের পিছনে আছি। টিম ইন্ডিয়া-ইগনাইটেড।’

রোহিত ট্যুইটে লিখেছেন, ‘টিম ইন্ডিয়া, আমরা এই পরামর্শের ক্ষেত্রে ভুল করতে পারি না। এই টেস্ট ম্যাচ জেতার উপর আমাদের জীবন নির্ভর করছে। আমাদের সহমর্মিতা দেখাতে হবে। আজ, ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য আমাদের সঙ্গে দ্য গ্রেট টিম ইন্ডিয়া হাডলে যোগ দিন। লড়াই করার জন্য আলো জ্বালান। আপনারা কি আমার সঙ্গে আছেন?’

হার্দিকের ট্যুইট, ‘যাঁরা সামনে থেকে লড়াই করে আমাদের এই অন্ধকার থেকে বেরনোর পথ দেখাচ্ছেন, চলুন, তাঁদের উপর আলো ফেলি। ১০০ কোটি মানুষের শক্তিতে বলীয়ান টিম ইন্ডিয়ার মনোবল বাড়ানোর জন্য আগুন জ্বালাতে হবে। আমাদের ড্রেসিংরুম থেকে আপনাদের বাড়ির দোরগোড়া পর্যন্ত লক্ষ্মণরেখা টানা হয়েছে। আমরা আপনার সঙ্গে আছি নরেন্দ্র মোদিজি।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে অবশ্য আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও হয়েছে অনেকের। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না, সেটা নিয়েই দেশজুড়ে জল্পনা চলছে। এর মধ্যেই এক ভিডিও বার্তায় দেশবাসীকে আজ রাত ৯টায় বাড়ির সব আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।