LIVE UPDATE: প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ল ৫ গুণ, ৮০-র ওপর ট্রেন বাতিল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Mar 2020 12:14 AM
প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫ গুণের ওপর বাড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। এর ফলে ভিড় প্ল্যাটফর্মে অকারণ ভিড় কমবে, করোনার আশঙ্কা কমবে বলে তারা মনে করছে। পাশাপাশি ৮০-র ওপর ট্রেন বাতিল করেছে রেলওয়ে।
করোনায় এ দেশে এখনও পর্যন্ত আক্রান্ত ১৩৭। পাওয়া গেল পশ্চিমবঙ্গের তরুণের শরীরেও।
৩১ তারিখ পর্যন্ত মহারাষ্ট্রে অর্কেস্ট্রা, ডান্স বার, পাব, লাইভ ব্যান্ড ও ডিজে বন্ধ।
সমস্ত আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে বন্ধ রাখল গোএয়ার।
মহারাষ্ট্রে ৭ দিনের জন্য সমস্ত সরকারি দফতর বন্ধ, ৩১ তারিখ পর্যন্ত ২২টি ট্রেন বাতিল করল মধ্য রেল।
করোনা রুখতে সব মন্ত্রকের অফিসে বসানো হবে থার্মাল স্ক্যানার। এল সরকারি নির্দেশ।
করোনায় আক্রান্তদের ওপর প্রয়োগ করা হচ্ছে, রেট্রোভাইরাল ড্রাগস, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আজ রাজ্যসভায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিশ্বে করোনা রুখতে যা যা ঘটছে, সে ব্যাপারে প্রতি মুহূর্তে ওয়াকিবহাল থাকছেন আইসিএমআর-এর বিজ্ঞানীরা। এ দেশে কয়েকজন রোগীর ওপর রেট্রোভাইরাল ড্রাগ প্রয়োগ করা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক পরীক্ষার পর গবেষকরা এ ব্যাপারে অনুমতি দিয়েছেন। সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা দিয়েই রোগীদের সেবা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: করোনাভাইরাসের আশঙ্কায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের পরিচালিত যাবতীয় মিউজিয়াম ও স্থাপত্য ৩১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল। ৩১ তারিখ পর্যন্ত এই জায়গাগুলিতে যত সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি হওয়ার কথা ছিল, সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা। গতকাল পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল এ ব্যাপারে পদক্ষেপ করতে এএসআইকে নির্দেশ দেন। এরপরই আজ তারা অফিসিয়ালি এই অর্ডার দিয়েছে।
এর ফলে তাজমহল সহ যাবতীয় কালজয়ী স্থাপত্যের দরজা আপাতত বন্ধ হয়ে গেল। বন্ধ রয়েছে বেশিরভাগ স্কুল, থিয়েটার, সিনেমা হল।
ভারতে এখনও পর্যন্ত ১২৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, এঁদের মধ্যে ২২ জন বিদেশি নাগরিক। প্রাণ হারিয়েছেন ৩ জন। পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চস্তরের গতকাল বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। ঠিক হয়, করোনা ঠেকাতে সামাজিকভাবে ভিড়ভাট্টা আপাতত যেন এড়ানো যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। এসএসআইয়ের আওতায় ৩,৬৯১টি স্থাপত্য রয়েছে, সেগুলিতে প্রবেশ তাই ৩১ তারিখ পর্যন্ত বন্ধ করা হল। এগুলিতে সিনেমার শ্যুটিং, ফটোগ্রাফি, অনুষ্ঠানের মত যত কিছু অনলাইন অনুমতি দেওয়া হয়েছিল, সব বাতিল করা হয়েছে।
লন্ডনে আইসোলেশনে গায়ক অনুপ জালোটা
লন্ডনে আইসোলেশনে গায়ক অনুপ জালোটা। সম্প্রতি বিদেশ সফরে যান তিনি। হল্যান্ড, জার্মানিতে গানের অনুষ্ঠান করার পর, ব্রিটেনে পৌঁছন অনুপ জালোটা। লন্ডনে বিমানবন্দরে নামার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাখা হয়েছে আইসোলেশনে
স্বেচ্ছায় ঘরবন্দি বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ
নিজেকে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীর। সম্প্রতি কেরলের একটি হাসপাতালে যান বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। ওই হাসপাতালের এক চিকিৎসক বিদেশে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ। পরে ওই চিকিত্সকের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেকে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। যদিও, তাঁর রক্ত-পরীক্ষা 'নেগেটিভ' এসেছে।
সতর্কতা হিসেবে স্বেচ্ছা-কোয়ারিন্টিনে বলিউড অভিনেতা দিলীপ কুমার
তিনি কোয়ারিন্টিন ও আইসোলেশনে রয়েছেন বলে জানালেন বর্ষীয়াণ বলিউড অভিনেতা দিলীপ কুমার। ট্যুইটারে লেখেন, সায়রা (বানু) কোনওরকম ঝুঁকি নিচ্ছে না। ও নিশ্চিত করতে চায়, যাতে কোনওভাবে আমার সংক্রমণ না হয়, সব রকম ব্যবস্থা নিচ্ছে।

করোনাভাইরাস: এক নজরে দেশের কোন রাজ্যে নেওয়া হয়েছে কী কী ব্যবস্থাগ্রহণ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান সাময়িক স্থগিত রাখল মহারাষ্ট্র প্রশাসন। করা হবে না ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাও। পুণের শনিবার ওয়াদা ফোর্ট সাময়িক বন্ধ। আগামী তিনদিন পুণে শহরে বন্ধ দোকান।

করোনা-আতঙ্কে স্তব্ধ তেলঙ্গানা। ব্যাহত স্বাভাবিক জনজীবন। সবকটি শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, জিম, বিয়ে ও অনুষ্ঠানের হল ও পাব বন্ধের নির্দেশ।

সরকারি পরিবহনগুলিতে সংক্রমণ-প্রতিরোধ কর্মসূচি চালু করেছে দিল্লি প্রশাসন।
দেশের বিভিন্ন শহরে তৈরি কোয়ারান্টিন সেন্টার, জানাল সেনা

করোনা-মোকাবিলায় দেশের বিভিন্ন প্রান্তে কোয়ারিন্টিন সেন্টার গড়়ে তোলা হয়েছে। এমনটাই জানালেন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল আর এস গ্রেওয়াল। জয়সলমের,হায়দরাবাদ, কলকাতা, গোরক্ষপুর, চেন্নাই, সুরাত, ঝাঁসি, যোধপুরে সামরিক বাহিনীর তিন বিভাগের সহায়তায় তৈরি করা হয়েছে এই সেন্টারগুলি তৈরি বলে জানিয়েছেন ওই কর্তা।
এবার মুম্বইতে করোনা-আক্রান্তের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩

কর্ণাটক-দিল্লির পর এবার মুম্বই। ফের দেশে করোনা আক্রান্তের মৃত্যু। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন করে আরও ৪ করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৩৯ জন আক্রান্ত। কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪। এর মধ্যে কর্ণাটক ও নয়ডায় আরও ৪ জন করোনা-আক্রান্তের হদিশ মিলেছে। কর্ণাটকে ব্রিটেন ফেরত ২০ বছরের এক তরুণীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। এছাড়াও, কালবুর্গিতে করোনা ভাইরাসে মৃত বৃদ্ধের সংস্পর্শে আসা ৬০ বছরের আরেক বৃদ্ধের শরীরেও মিলেছে করোনা ভাইরাসের হদিশ। ২ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। নয়ডায় করোনা আক্রান্ত দু’ জনই ফ্রান্স ফেরত।
আগামী ৩১ মার্চ পর্যন্ত ৪ দেশে যাত্রা-নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের
করোনা আবহে আফগানিস্তান, মালয়েশিয়া ও ফিলিপিন্সে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের। ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা। এছাড়াও, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান ও কুয়েত থেকে রাজ্যে আসা সমস্ত বিমান যাত্রীদের আগামীকাল থেকে কোয়ারেন্টিন করার নির্দেশ জারি করেছে কেন্দ্র। আগামীকাল থেকে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও ব্রিটেন থেকে ভারতে আসাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
করোনাভাইরাস: বন্ধ তাজমহল, লাল কেল্লা, ধর্মস্থানেও নিষেধাজ্ঞা
ভারতেও করোনা-সতর্কতা জারি। বন্ধ তাজমহল, লাল কেল্লা। ধর্মস্থানেও নিষেধাজ্ঞা।
হিমাচল প্রদেশে যে কোনও ধর্মস্থানে বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দর্শনার্থীদের জন্য বন্ধ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির।

করোনা-সন্দেহে যাঁরা বাড়িতে বন্দি, তাঁদের হাতে কালি লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। ৩১ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। নাগপুরে ১৪৪ ধারা জারি।

মঙ্গলবার থেকে আগামী তিনদিন সমস্ত বাণিজ্যিক কেন্দ্র, বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুণের ব্যবসায়ী সমিতি। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের দোকান খোলা।

রাজস্থানের জয়পুরে ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা।

রাজ্যেও করোনা-প্রভাব। বন্ধ দার্জিলিঙের টাইগার হিল। সিঙ্গালিলা, জাতীয় উদ্যান, মহানন্দা ও জলদাপাড়া অভয়ারণ্যও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
করোনা-আতঙ্কে ফের পতন শেয়ার বাজারে
শেয়ার বাজারে করোনার জের অব্যাহত। গতকালের পর আজও নিম্নমুখী শেয়ার সূচক। এদিন বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি-তে পতন। এদিন, লেনদেন শুরু হতেই ৬০০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। ৪০ হাজারের নিচে নামল সোনার দাম।

প্রেক্ষাপট

Tags: Coronavirus vaccine cure for coronavirus symptoms of coronavirus in india coronavirus test coronavirus prevention cases of coronavirus in india coronavirus symptoms coronavirus disease novel coronavirus COVID-19 coronavirus in india latest news 2019-nCoV Corona Outbreak Corona Epidemic Coronavirus

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.