LIVE: ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন, অনুষ্ঠানে বিরোধী ঐক্যের ছবি, উপস্থিত মমতা, রাহুল, ইয়েচুরি, স্ট্যালিন, কানিমোঝি প্রমুখ

গতকালই রাঁচিতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ চান হেমন্ত সোরেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Dec 2019 04:51 PM
সোরেনকে শুভেচ্ছা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের।
আরজেডির সত্যানন্দ ভোগতা মন্ত্রী পদে শপথ নিলেন; রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।
কংগ্রেসের রামেশ্বর ওরাও শপথ নিচ্ছেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন।

শপথগ্রহণে হাজির রাহুল গাঁধী, অশোক গহলৌত, ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, কানিমোঝি, স্ট্যালিন।
হেমন্ত সোরেনের শপথে বিরোধী ঐক্যের ছবি।
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাঁচিতে পৌঁছেছেন রাহুল গাঁধী, অশোক গহলৌত।

শপথগ্রহণস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথগ্রহণের জন্য পৌঁছলেন হেমন্ত সোরেন।

Ranchi: Jharkhand CM designate Hemant Soren arrives for his oath-taking ceremony. pic.twitter.com/d5lIDMRzC7— ANI (@ANI) December 29, 2019

প্রেক্ষাপট

রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আজ রাঁচিতে হেমন্ত সোরেনের শপথগ্রহণ। দুপুর ২টোয় রাঁচির মোহরাবাদি গ্রাউন্ডে ঝাড়খণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে শিবু সোরেন-পুত্র হেমন্ত শপথ অনুষ্ঠানকে সংকল্প দিবস বলে উল্লেখ করেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানেই ফের দেখা যাবে বিরোধী ঐক্যের ছবি। গতকালই রাঁচিতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ চান হেমন্ত সোরেন। সকালে রাঁচি পৌঁছন আরজেডি নেতা তেজস্বী যাদব।
আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর শপথ-অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম, এনসিপি প্রধান শরদ পওয়ার, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবের। থাকতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর প্রতিনিধিত্ব করবেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ।
এছাড়া, উপস্থিত থাকবেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, কেসি বেণুগোপাল, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, ডিএমকে সাংসদ কানিমোঝি, টিআর বালু, কংগ্রেস নেতা আহমেদ পটেল প্রমুখ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.