হিমাচল প্রদেশের সোলানে নির্বাচনী সভায় মোদি বলেন, অতীতের কংগ্রেস সরকার প্রতিরক্ষা চুক্তিকে এটিএমের মতো ব্যবহার করছে। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উন্নয়েনর ধারাকে ইউপিএ সরকার ধরে রাখলে এখন দেশের সার্বিক উন্নয়ন আরও শিখরে থাকত। এতদিন ভারত আধুনিক অস্ত্রশক্তির জন্য বিদেশের ওপরই নির্ভরশীল হয়েছে। ৭০ শতাংশই আসত বিদেশ থেকে। আর এভাবেই কংগ্রেস প্রতিরক্ষা চুক্তিকে এটিএমের মতো ব্যবহার করেছে।