Live Update: সাধারণ ধর্মঘট: মালদার সুজাপুরে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ধর্মঘটীদের, গাড়িতে আগুন, পাল্টা কাঁদানে গ্যাস
ইস্যুকে সমর্থন করলেও, বন্ধ যে সমর্থন করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বাম-কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সচেষ্ট থাকবে সরকার, জানিয়েছেন নেত্রী।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 08 Jan 2020 02:57 PM
প্রেক্ষাপট
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ। জেলায় জেলায় শুরু হয়েছে রেল...More
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন-সহ একাধিক ইস্যুতে বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ। জেলায় জেলায় শুরু হয়েছে রেল অবরোধ। শহরে ও জেলায় পথে নেমেছেন বন্ধ সমর্থকরা।শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই ইস্যুকে সমর্থন করলেও, বন্ধ যে সমর্থন করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বাম-কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সচেষ্ট থাকবে সরকার, জানিয়েছেন নেত্রী।বন্ধের মোকাবিলায় আজ বেশ কিছু বাড়তি বাস চালানো হবে। রাজ্য পরিবহণ নিগমের প্রচুর বাড়তি বাস চলবে। উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমও বেশ বাস চালাবে বলেখবর।আজ সব কর্মীর হাজিরা নিশ্চিত করতে সোমবারেই নির্দেশিকা দিয়েছে অর্থ দফতর। জানানো হয়েছে, বন্ধের দিন কারও ছুটি মঞ্জুর করা হবে না। বন্ধের দিন অফিস না করলে কর্মজীবন থেকে এক দিন বাদ যাবে। বেতনও কাটা হবে।লালবাজার জানিয়েছে, বুধবার কলকাতার রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন থাকবে।
খড়গপুরের ইন্দা মোড়ে অবরোধ ধর্মঘটীদের। দাঁতনের বামনপুকুরে গাড়ি আটকানোর চেষ্টা। পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। পাশাপাশি খড়গপুরে রেল অবরোধও করা হয়। ৫ জন অবরোধকারীকে গ্রেফতার করে পুলিশ। বন্ধ রয়েছে অধিকাংশ দোকান-বাজার। তবে ধর্মঘটের প্রভাব সেভাবে পড়েনি।
খড়গপুরের ইন্দা মোড়ে অবরোধ ধর্মঘটীদের। দাঁতনের বামনপুকুরে গাড়ি আটকানোর চেষ্টা। পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়। পাশাপাশি খড়গপুরে রেল অবরোধও করা হয়। ৫ জন অবরোধকারীকে গ্রেফতার করে পুলিশ। বন্ধ রয়েছে অধিকাংশ দোকান-বাজার। তবে ধর্মঘটের প্রভাব সেভাবে পড়েনি।
ইস্যুকে সমর্থন করি, বন্ ধ নয়, আন্দোলনের নামে গুণ্ডামি করবেন না, সাগরে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে বারবার সিপিএমকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। যেখানে রাজ্যের সরকারই সিএএ-র বিরোধিতা করছে, সেখানে এই ধর্মঘটের কী মানে, প্রশ্ন তাঁর। ট্রেনের নীচে বোমা রাখা কোনও আন্দোলন নয়, গুণ্ডামি, মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ধর্মঘটকে কেন্দ্র করে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে ধুন্ধুমার। শিক্ষকদের ঢুকতে বাধা এসএফআইয়ের। অভিভাবকরা প্রতিবাদ জানালে তাঁদের উপর চড়াও হয় ধর্মঘটীরা। পাল্টা এসএফআই সমর্থকদের রাস্তা ফেলে মারধর করে অভিভাবকরা। এসএফআইয়ের অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনায় এক জন এসএফআই সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
পোস্তায় স্কুলের টিচার-ইনচার্জ ধর্মঘটের সমর্থক। তাই তিনি তালা বন্ধ রেখে চলে গেছেন বলে অভিযোগ। বন্ধ রইল স্কুলের ক্লাস। পুলিশ এসে তালা ভাঙে। মিড মিল ছাত্রছাত্রীরা পেল বেলা ১২টায়।
উত্তপ্ত রাসবিহারী মোড়। চলছিল অবস্থান বিক্ষোভ। অবরোধ। ডিসি সাউথের নেতৃত্বে নামে র্যাফ। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী। ধর্মঘটীদের আটক করছে পুলিশ। তাঁদের ছেড়ে দেওয়ার দাবি তোলেন ধর্মঘট-সমর্থরা। পুলিশের সঙ্গে এই নিয়ে শুরু হয় বচসা। শান্তিপূর্ণভাবে অবস্থানে আপত্তি করা হয়নি, দাবি পুলিশের। অভিযোগ, ধর্মঘটীরা আটকদের বাস থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করলেই বিরোধ সৃষ্টি হয়।
বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থনের জের। বন্ধ অধিকাংশ ব্যাঙ্ক ও এটিএম। ব্যাঙ্কের শাখা ও এটিএম বন্ধ থাকায় ভোগান্তি গ্রাহকদের। ধর্মঘটকে সমর্থন করেছে ব্যাঙ্কের ৫টি সংগঠন।
বন্ধ-বিরোধিতায় কড়া রাজ্য। ৭ থেকে ৯ জানুয়ারি নেওয়া যাবে না ছুটি। না এলেই কাটবে বেতন। চাকরি জীবনেও ছেদ। তাই নবান্নে সকাল থেকেই ধীরে ধীরে হাজির হচ্ছেন কর্মীরা। অন্যদিনের থেকেও হাজিরা বেশি বলে মনে করা হচ্ছে। নবান্ন ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাজির হয়েছেন আধিকারিকরাও।
- ভবানীপুরেও ধর্মঘটের সমর্থনে চলছে মিছিল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেওয়া হচ্ছে স্লোগান। - এন্টালি থেকে ১১ টায় বের হবে মিছিল। অংশ নেবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুর মতো নেতারা। অংশ নেবেন কংগ্রেস নেতারাও। - উত্তর কলকাতার চিড়িয়ামোড়েও গাড়ির সংখ্যা যথেষ্ট কম। রাস্তায় মোতায়েন যথেষ্ট পুলিশ। কিছুক্ষণ আগে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আসা একটি মিছিলকে ঘিরে ধর্মঘটী ও পুলিশের মধ্যে বচসা বাঁধে।
হাওড়া ফেরীঘাটে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য ভাবেই কম। নির্ধারিত সময় লঞ্চ ছাড়লেও যাত্রী খুবই কম। অর্ধেক আসনই ফাঁকা। হাওড়ায় বিভিন্ন স্টেশনে অবরোধ হয়েছে। সেই কারণেই যাত্রী সংখ্যা ফেরীঘাটে কম বলে মনে করা হচ্ছে।
শিয়ালদা স্টেশনে ট্যাক্সির সংখ্যা কম। অ্যাপ নির্ভর ক্যাবও প্রায় নেই বললেই চলে। বহুক্ষণ চেষ্টা করেও মিলছে না অ্যাপ ক্যাব। অনেক ট্রেনও ছাড়ছে না ঠিক সময়ে। গন্তব্যে পৌঁছানো নিয়ে চিন্তায় যাত্রীরা।
সল্টলেক করুণাময়ীতে বাস আটকানোর চেষ্টা ধর্মঘটীদের। পুলিশ বাধা দিতে গেলে শুরু বচসা। বাস ভাঙচুর কোচবিহারের তুফানগঞ্জেও। বাস থেকে যাত্রীদের নামিয়ে শুরু ভাঙচুর।
যাদবপুরে যান চলাচল স্বাভাবিক। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দিয়েছেন ধর্মঘট সমর্থনকারী ছাত্রছাত্রীরা। আজ পড়ুয়াদের ভিতরে ঢুকতে না দিতে বদ্ধপরিকর বনধ সমর্থনকারীরা।
বারাসাতে রেল অবরোধ। আটকে আছে লোকাল ট্রেন। রেল লাইন ধরে এগিয়ে চলেছে মিছিল। অন্যদিকে হুগলির শ্রীরামপুরেও রেল অবরোধ শুরু করেছেন বাম ও কংগ্রেস ধর্মঘটীরা। শ্রীরামপুর স্টেশনে ঢোকার আগেই আটকে আছে ট্রেন।
ধর্মঘটে সচল আইটি হাব সল্টলেক সেক্টর ফাইভ। এখনও পর্যন্ত চেনা ছবি। বিভিন্ন অফিসে কর্মীদের হাজিরা স্বাভাবিক। কেউ কেউ অল্পবিস্তর সমস্যায় পড়লেও, অফিসে হাজির হচ্ছেন কর্মীরা।
হাওড়া স্টেশন: প্রিপেড ট্যাক্সির জন্য অপেক্ষায় বহু যাত্রী। ক্রমেই লম্বা হচ্ছে অপেক্ষার লাইন। রাস্তায় বেসরকারি বাস ও গাড়ির সংখ্যা বেশ কম। স্টেশন থেকে অ্যাপ ক্যাবের ভাড়াও উল্লেখযোগ্য ভাবে বেশি।
সকালেই যাদবপুরের ৮বিতে ধর্মঘটের সমর্থনে মিছিল বাম কর্মী-সমর্থকদের। পরে যাদবপুর স্টেশনে অবরোধ করেন তাঁরা। তবে রাস্তায় ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। ৮বি থেকে নির্দিষ্ট সময়ে ছাড়ে বিভিন্ন রুটের সরকারি বাস। বাসে ভিড়ও ছিল চোখে পড়ার মত। হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা।
যাদবপুর স্টেশনে লাইনে নেমে শুরু হল অবরোধ। আটকে দুইটি ট্রেন। বাম সমর্থকরা আটকালেন ট্রেন। হাজির বাম নেতা সুজন চক্রবর্তী। মানুষ ধর্মঘটের পক্ষে, দাবি সুজনের।
বারাসাতের কাছে হৃদয়পুর স্টেশনে ডাউন দত্তপুকুর লোকালের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি। কিছুক্ষণ পরে ঝুঁকি নিয়েই বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
দক্ষিণ কলকাতা: বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েনি দক্ষিণ কলকাতার হাজরা-রাসবিহারীতে। চলছে সরকারি-বেসরকারি বাস। রাস্তায় দেখা মিলেছে ট্যাক্সি-অ্যাপ নির্ভর ক্যাবও। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
শ্যামবাজার: ধর্মঘটের জন্য শ্যামবাজারে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। তবে ধর্মঘটের প্রভাব সেভাবে পড়েনি। চলছে সরকারি ও বেসরকারি বাস। স্বাভাবিক রয়েছে ট্রাম পরিষেবাও। কিছুটা কম চলছে ট্যাক্সি ও অটো।
জলপাইগুড়ির শান্তিপাড়ায় সরকারি বাস ডিপোয় ধর্মঘটীদের বিক্ষোভ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস চালাতে বাধা। চালকদের সঙ্গে ধর্মঘটীদের বচসা বাধে। ঘটনাস্থলে পুলিশ গেলে শুরু হয় ধস্তাধস্তি। পরে পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেয়। সরকারি বাস পরিষেবা চালু হলেও অন্যদিনের তুলনায় কিছুটা দেরিতে চলছে। জলপাইগুড়িতে বন্ধ রয়েছে বেসরকারি বাস। খোলেনি দোকান-পাটও
শ্যামনগর ও বারাসাতে রেল অবরোধ। চম্পাহাটি, মথুরাপুর, মগরাহাটে তারে ফেলা হয় কলাপাতা। ফলে শিয়ালদা-ক্যানিং, লক্ষ্মীকান্তপুর-বারুইপুর ও শিয়ালদা-ডায়মন্ডহারবার শাখায় ব্যাহত ট্রেন চলাচল। তারে কলাপাতা ফেলা হয়েছে রিষড়া ও কোন্ননগর স্টেশনের মাঝেও। ফলে হাওড়া-শ্রীরামপুরে ব্যাহত রেল পরিষেবা।
নিষ্ক্রিয় করা হল বোমা। বারাসাতের কাছে হৃদয়পুর স্টেশনে ট্রেনের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি, রেল পুলিশের দাবি।
বাম ও কংগ্রেস-সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন জায়গায় অবরোধ। এরই মধ্যে হৃদয়পুর স্টেশনের কাছে রেললাইনে মিলল ৩টি তাজা বোমা। ঘটনা ঘিরে চাঞ্চল্য।