LIVE UPDATES: পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টার, খতম উত্তর প্রদেশের মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবে

পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Jul 2020 12:05 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় নাটকীয় ঘটনা। কানপুরের কাছে দুর্ঘটনায় বিকাশের গাড়ি।  কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিলেন, সেই গাড়িটিই উল্টে যায়।পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া...More

বিকাশ দুবের গায়ে চারটে গুলি লাগে। তিনটে লাগে বুকের আশপাশে, একটা হাতে। হাসপাতাল আনার পথে মৃত্যু হয়।