LIVE UPDATES: পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টার, খতম উত্তর প্রদেশের মোস্ট ওয়ান্টেড বিকাশ দুবে
পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
10 Jul 2020 12:05 PM
বিকাশ দুবের গায়ে চারটে গুলি লাগে। তিনটে লাগে বুকের আশপাশে, একটা হাতে। হাসপাতাল আনার পথে মৃত্যু হয়।
বিকাশ দুবের লখনউয়ের বাড়িতে পৌঁছেছে পুলিশ। এখানে থাকেন তাঁর মা সরলা দেবী। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, মহাকালের আশীর্বাদ, তাঁর ছেলে প্রাণে বেঁচে গিয়েছে। আজ ভোর থেকে তিনি পুজোয় বসেছেন, বাড়ির দরজা খোলেনি।
বিকাশ ৪টি রাজ্যে ঘুরেছে, তার করোনা পরীক্ষা করবেন চিকিৎসকরা।
নবাবগঞ্জ পচৌরি থানার ইনস্পেক্টরের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে সে।
এত কুখ্যাত অপরাধীকে আদালতে নিয়ে যাওয়ার সময় হাতকড়া কেন পরানো হয়নি, উঠেছে প্রশ্ন।
ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট নিচ্ছেন যোগী আদিত্যনাথ।
গাড়ি উল্টোয়নি, সরকারকে উল্টে যাওয়া থেকে বাঁচিয়েছে। বললেন অখিলেশ যাদব। যার আশঙ্কা করা হচ্ছিল, তাই হল, বললেন দিগ্বিজয় সিংহ।
এই পিস্তলটি ছিনিয়েই নাকি বিকাশ পালানোর চেষ্টা করে।
এই পিস্তলটি ছিনিয়েই নাকি বিকাশ পালানোর চেষ্টা করে।
গতকাল এই ভৌতি এলাকাতেই এনকাউন্টারে মারা হয় বিকাশের সহযোগী প্রভাত মিশ্রকে।
উত্তর প্রদেশ পুলিশের এসটিএফ, এঁদের গুলিতে খতম বিকাশ দুবে।
উত্তর প্রদেশ পুলিশের এসটিএফ, এঁদের গুলিতে খতম বিকাশ দুবে।
গতকাল পুলিশকে সে নাকি কেঁদে কেঁদে বলে, মহাকালের মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে অপরাধের ক্ষমা প্রার্থনা করেছে সে।
উত্তর প্রদেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল বিকাশ দুবে। তার বিরুদ্ধে ৬০-এর বেশি ফৌজদারি মামলা চলছে।
গতকাল পুলিশের কাছে সে যে বয়ান দেয়, তাতে অনেক তথ্য সামনে আসতে পারে।
তার ৫ সঙ্গী পুলিশের গুলিতে ইতিমধ্যেই খতম হয়েছে, গ্রেফতার হয়েছে ২ জন।
বিকাশ দুবের মত উত্তর প্রদেশের অন্য সব গ্যাংস্টারকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন।
তার স্ত্রী রীচা দুবে ও ছেলেকে আগেই গ্রেফতার করা হয়েছে।
উজ্জ্বয়িনী থেকে কানপুর আনা হচ্ছিল বিকাশকে, বেলা দশটায় আদালতে তোলার কথা ছিল।
আহত পুলিশকর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর সময় তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশবাহিনী। ক্রস ফায়ারিংয়ে বুকে গুলি লাগে তার। ৮ পুলিশ কর্মীর হত্যার ৮ দিনের মাথায় খতম হল সেও।
১২ জনের গ্যাং ছিল বিকাশের। তাদের সিংহভাগই পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে। বিকাশের কোমর ও বুকে গুলি লেগেছিল।
১২ জনের গ্যাং ছিল বিকাশের। তাদের সিংহভাগই পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে। বিকাশের কোমর ও বুকে গুলি লেগেছিল।
৮দিন ধরে ৪ রাজ্যে ঘুরছিল বিকাশ। শেষমেষ গতকাল মধ্য প্রদেশের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত সপ্তাহে তাকে গ্রেফতার করতে যাওয়া পুলিশকর্মীদের সঙ্গে বিকাশের দলবলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ৮ পুলিশ কর্মী।
সকাল সাড়ে ছটা নাগাদ কানপুরের ভৌতি এলাকায় উল্টে যায় বিকাশের গাড়ি। গাড়ির তলা থেকে বেরিয়ে সুযোগ বুঝে সে পালানোর চেষ্টা করে। ছিনিয়ে নেয় এক পুলিশ কর্মীর পিস্তল। তখন পুলিশের সঙ্গে শুরু হয় তার গুলি বিনিময়।
জানা গিয়েছে, তার কোমরে গুলি লেগেছিল।
পুলিশের গুলিতে খতম বিকাশ দুবে।
জানা যাচ্ছে, বিকাশের গুলিতে আহত হয়েছেন ১ এসটিএফ সাব ইন্সপেক্টর ও ২ কনস্টেবল। তবে সরকারিভাবে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় নাটকীয় ঘটনা। কানপুরের কাছে দুর্ঘটনায় বিকাশের গাড়ি। কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিলেন, সেই গাড়িটিই উল্টে যায়।
পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উল্টে যেতেই গ্যাংস্টারের কিছু সঙ্গীও সেখানে যোগ দেয়। বিকাশের গুলি লেগে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাকে আপাতত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের একাংশ জানাচ্ছে তার অবস্থা আশঙ্কাজনক। তবে বিকাশের হাতকড়া পরানো ছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -