LIVE UPDATES দিল্লি হিংসা: 'আগে সমস্যার সমাধান প্রয়োজন, রাজনৈতিক আলোচনা পরেও হতে পারে', অমিত শাহের ইস্তফা দাবি প্রসঙ্গে মমতা
আইবি অফিসারের মৃত্যুর তদন্তে এফআইআর দায়ের পুলিশের। নিহতের বাবা রবীন্দ্র কুমারের অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের করা হয়। অভিযোগে তিনি আম আদমি কাউন্সিলর তাহির হুসেনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। রবীন্দ্র জানান, তিনি নিশ্চিত, তাহির হুসেন ও তাঁর সঙ্গীরা তাঁর ছেলেকে মেরে নালায় ফেলে দিয়েছিল।
দিল্লি হিংসা কবলিত অঞ্চলে ঘুরে দেখার জন্য গতকালই পাঁচ সদস্যের প্রতিনিধি দল গঠন করেছিলেন কংগ্রেস সবানেত্রী সনিয়া গাঁধী। ওই দলে রয়েছেন দলের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক, দিল্লির ভারপ্রাপ্ত নেতা শক্তিসিংহ গোহিল, হরিয়ানা ইউনিটের প্রধান কুমারী সেলজা, প্রাক্তন সাংসদ তারিক আনোয়ার এবং অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব।
পরিদর্শনের পর এই প্রতিনিধিদল সনিয়া গাঁধীর কাছে একটি রিপোর্ট জমা দেবে। কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, সনিয়ার গাঁধীর নির্দেশ, হিংসা-কবলিত অঞ্চলে অবাঞ্ছিত সংঘর্ষের ফলে কত ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা প্রভাব পড়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এদিন হিংসা-কবলিত উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ ও মৌজপুর এলাকা ঘুরে দেখেন। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য শোনার চেষ্টা করেন তিনি। জাফরাবাদ ও মৌজপুর-- এই দুই জায়গা দিল্লির হিংসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, উত্তর-পূর্ব দিল্লির আরও কয়েকটি জায়গা পরিদর্শন করেন তিনি। এর আগে, গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আক্রান্ত এলাকা ঘুরে দেখেন এবং মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেন।
দিল্লি হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন: যা ঘটেছে তা ভীষণই দুর্ভাগ্যজনক। এমনটা হওয়া উচিত ছিল না। পুলিশকর্মী থেকে গোয়েন্দা কর্মী সহ বহু মানুষ মারা গিয়েছেন। নিহতদের পরিবারকে অবশ্যই সাহায্য দেওয়া প্রয়োজন। শান্তি ফেরা জরুরি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছে বিরোধীরা। এই প্রসঙ্গে মমতা বলেন, সবার আগে সমস্যার সমাধান প্রয়োজন। রাজনৈতিক আলোচনা পরেও হতে পারে।
দিল্লি-হিংসার প্রেক্ষিতে উস্কানি-মন্তব্যের অভিযোগে সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআরের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও পুলিশকে নোটিস পাঠিয়ে জবাব চাইল দিল্লি হাইকোর্ট। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে মণীশ শিসোদিয়া, আমানাতুল্লা ছাড়াও মিম-এর আসাদউদ্দিন ওয়েইসি, ওয়ারিস পাঠানের।
দিল্লি-হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৪২। আহতের সংখ্যা ৩০০-র বেশি, গুলিবিদ্ধ ৮২ জন। এদিকে, সিএএ-সংঘর্ষে তাণ্ডবের পর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও হিংসার খবর না মেলায়, কয়েকটি ক্ষেত্রে ১৪৪ ধারায় শিথিলতা। হিংসা-কবলিত এলাকাগুলিতে অধিকাংশ বাড়ি খালি। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।
সকালে মৌজপুরে দিল্লি পুলিশ ও র্যাফ ফ্ল্যাগ মার্চ করে। পুলিশ-প্রশাসনের ভরসায় এলাকায় দোকানপাট খুলেছে। রাস্তায় বেরিয়েছেন মানুষ। এদিন সকালে জাফরাবাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কথা বলেন হিংসা-কবলিত এলাকার মহিলাদের সঙ্গে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: দিল্লি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করার আগেই এস এন শ্রীবাস্তব জানিয়ে দিলেন তাহির হুসেন হোক বা অন্য যে কেউ—পুলিশ কাউকে রেয়াত করবে না। আম আদমি পার্টির (আপ)কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে শ্রীবাস্তব বলেন, আমরা সব অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করাব। সেই জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছি।
প্রসঙ্গত, হিংসার আবহেই সম্প্রতি দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা)-র দায়িত্বে আসেন শ্রীবাস্তব। এদিন অমূল্য পট্টনায়কের জায়গায় দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে ঘোষিত হয় শ্রীবাস্তবের নাম। আগামী রবিবার থেকে তিনি দায়িত্বগ্রহণ করবেন। ফলে, তাঁকে অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হল।
একমাস আগেই অবসর নেওয়ার কথা ছিল অমূল্য পট্টনায়কের। দিল্লিতে বিধানসভা ভোটের প্রেক্ষিতে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়। আগামীকাল শেষ হচ্ছে সেই মেয়াদ।
প্রসঙ্গত, সিএএ-সংঘর্ষকে কেন্দ্র করে দিল্লি হিংসার প্রেক্ষিতে দিল্লির পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। বিতর্ক এড়াতে এস এন শ্রীবাস্তবকে স্পেশাল কমিশনার হিসেবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের (সন্ত্রাসদমন) প্রধান ছিলেন শ্রীবাস্তব। তার আগে, সিআপরিএফ-এর বিশেষ ডিজি (প্রশিক্ষণ)-এর পদেও কাজ করেছেন শ্রীবাস্তব। অমূল্য পট্টনায়কের অবসরের পর, সেই শ্রীবাস্তবকেই দিল্লির পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হল।
এদিকে, এদিনই দিল্লির চাঁদবাগে আপ পুরপ্রতিনিধি তাহির হোসেনের বাড়ি পৌঁছয় ফরেনসিক দল। এই বাড়িতেই আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
গতকাল সংবাদমাধ্যম তাহিরের বাড়ি গিয়ে দেখায়, কীভাবে সেখানে পেট্রোল বোমা, অ্যাসিডের বোতল ও ইটপাথর মজুত রাখা হয়েছে। কিন্তু যেভাবে সে সব ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল, তাতে প্রশ্ন ওঠে, ওর ফলে ফরেনসিক প্রমাণ নষ্ট হল কি না।
তাহিরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়ার পর আম আদমি পার্টি তাঁকে সাসপেন্ড করেছে। তদন্তে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ডই থাকবেন বলে টুইট করে জানিয়েছে আপ।
দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০০-র বেশি, গুলিবিদ্ধ ৮২ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -