LIVE UPDATES দিল্লি হিংসা: 'আগে সমস্যার সমাধান প্রয়োজন, রাজনৈতিক আলোচনা পরেও হতে পারে', অমিত শাহের ইস্তফা দাবি প্রসঙ্গে মমতা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Feb 2020 06:54 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করার আগেই এস এন শ্রীবাস্তব জানিয়ে দিলেন তাহির হুসেন হোক বা অন্য যে কেউ—পুলিশ কাউকে রেয়াত করবে না। আম আদমি পার্টির (আপ)কাউন্সিলর তাহির হুসেনের...More

আইবি অফিসারের মৃত্যুর তদন্তে এফআইআর দায়ের পুলিশের, মূল অভিযুক্ত তাহির




আইবি অফিসারের মৃত্যুর তদন্তে এফআইআর দায়ের পুলিশের। নিহতের বাবা রবীন্দ্র কুমারের অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের করা হয়। অভিযোগে তিনি আম আদমি কাউন্সিলর তাহির হুসেনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। রবীন্দ্র জানান, তিনি নিশ্চিত, তাহির হুসেন ও তাঁর সঙ্গীরা তাঁর ছেলেকে মেরে নালায় ফেলে দিয়েছিল।