West Bengal News Live: ব্রাত্য, সুস্মিতার সফরের মধ্যেই ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল

জেনে নিন জেলার সমস্ত খবরের আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Sep 2021 10:08 PM
WB News Live Updates :  উত্তর দিনাজপুরে উদ্ধার বেআইনি বিদেশি মদ

 উত্তর দিনাজপুর জেলা আবগারি দফতরের তৎপরতায় উদ্ধার বেআইনি বিদেশি মদ।

WB News Live Updates : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল

যে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের দাবি করা হচ্ছে, তার কোনও বাস্তব চিত্র দেখা যাচ্ছে না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে ফের প্রশ্ন তুললেন রাজ্যপাল।

WB News Live Updates : কমল উত্তর ২৪ পরগনায় কোভিড হাসপাতালের সংখ্যা

সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। তাই উত্তর ২৪ পরগনায় কোভিড হাসপাতালের সংখ্যা ১৩ থেকে কমিয়ে দু’টি করা হয়েছে। 

WB News Live Updates : ব্রাত্য, সুস্মিতার সফরের মধ্যেই ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল

ব্রাত্য, সুস্মিতার সফরের মধ্যেই ত্রিপুরায় ফের ‘আক্রান্ত’ তৃণমূল, ‘ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুস্মিতা’, ‘সুস্মিতা দেবের সঙ্গে থাকা তৃণমূলকর্মীদের উপর হামলা’, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের
এব্যাপারে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

WB News Live Updates : মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। মূর্তির দশটি হাতে উঠে আসবে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা। এবারের পুজোয় এমনই অভিনব ভাবনা নিয়ে চমক দিতে তৈরি বাগুইআটির একটি পুজো কমিটি।

West Bengal News Live : ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে তলব করল হাইকোর্ট

ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে তলব করল হাইকোর্ট। আগামী ২১ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ প্রত্যাহারের দাবিতে আবেদন খারিজ করে দেয় আদালত।

বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী হত্যা মামলায় চার্জশিট দিল সিবিআই

বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী হত্যা মামলায় চার্জশিট দিল সিবিআই। ভোট পরবর্তী অশান্তির তদন্তভার নেওয়ার একসপ্তাহের মাথায় রামপুরহাট আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজই ভোট পরবর্তী অশান্তির মামলার তদন্তে সিট গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates : জল বেরিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে, পশ্চিম বর্ধমানের কাঁকসার কয়েকশো কৃষকের

জল বেরিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে, পশ্চিম বর্ধমানের কাঁকসার কয়েকশো কৃষকের। চার বছর আগে চাষের জলের সমস্যা মেটাতে, কাঁকসার বিষ্ণুপুরে টুঙ্গি নদীর উপর তৈরি হয় এই চেক ড্যাম। যেখানে চাষের জন্য দর ধরে রাখা হয়। 
কোটি টাকা খরচে তৈরি চেক ড্যামের লক গেট ভেঙে যাওয়ায়, আমন ধানের মরসুম কীভাবে জলের চাহিদা মিটবে ভেবে কূল কিনারা পাচ্ছে না কৃষকরা।

WB News Live Updates : অনলাইন গেমগুলি বন্ধ বা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন পেশায় আইনজীবী একদল অভিভাবক

নলাইনে পড়াশোনার মাঝেই, বাড়ছে অনলাইম গেমের প্রতি আসক্তি। বাচ্চাদের আচার-আচরণ বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে, অনলাইন গেমগুলি বন্ধ বা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন পেশায় আইনজীবী একদল অভিভাবক।

WB Corona Cases: বারাসাত জেলা হাসপাতালে মায়েদের ডেকে এনে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

নজরে গর্ভবতী মহিলা ও ১২ বছরের নীচে শিশুদের মায়েদের ভ্যাকসিনেশন।  সেই মতো উত্তর ২৪ পরগনা জেলায় শুরু হল টিকাকরণ।  বারাসাত জেলা হাসপাতালে মায়েদের ডেকে এনে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গ্রামীণ এলাকায় করা হয়েছে বিশেষ ক্যাম্প।

WB News Live Updates : বাঁকুড়ার আদালতে আত্মসমপর্ণ করতে গিয়েও ফিরতে হল বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িকে

গাড়িচালকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হওয়ায়, বাঁকুড়ার আদালতে আত্মসমপর্ণ করতে গিয়েও ফিরতে হল বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িকে। তাঁকে আত্মসমর্পণ করতে হবে বারাসাতের বিশেষ আদালতে।

WB News Live Updates : বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন শান্তিনিকেতনের আশ্রমিকদের একাংশ

বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালেন শান্তিনিকেতনের আশ্রমিকদের একাংশ। এদিন পড়ুয়াদের আন্দোলন মঞ্চে হাজির হয়ে পাশে থাকার বার্তা দেন তাঁরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগেন ওই আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছেন, তিনি বন্দি হয়ে আছেন। খাবার পর্যন্ত আনতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, উপাচার্যর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আচার্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন। 

WB News Live Updates : রাজ্য পুলিসের এসটিএফের হাতে এক বাংলাদেশি সহ গ্রেফতার ৩ জন

সাইবার প্রতারণার অভিযোগে রাজ্য পুলিসের এসটিএফের হাতে এক বাংলাদেশি সহ গ্রেফতার ৩ জন।  ধৃতদের মধ্যে ২ জন আলিমুদ্দিন স্ট্রিটে ঘর ভাড়া নিয়ে কারবার চালাত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রাজ্যের ৭ জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে সিমবক্স, রাউটার, ওয়াইফাই মোডেম, প্রচুর সিমকার্ড সহ বিভিন্ন সরঞ্জাম।

WB News Live Updates : পুলিশ দিবসে খাস কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ

পুলিশ দিবসে খাস কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ। পরিচয়পত্র দেখাতে না পারায়, তাঁকে গ্রেফতার করে গার্ডেনরিচ থানার পুলিশ। পুলিশ পরিচয়ে ওই যুবক কোনও প্রতারণা করেছেন কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

WB News Live Updates : ব্যবসায়ী বা কলেজ ছাত্রের ছবির সঙ্গে অশালীন ফোটো মর্ফ করে ব্ল্যাকমেলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

ব্যবসায়ী বা কলেজ ছাত্রের ছবির সঙ্গে অশালীন ফোটো মর্ফ করে ব্ল্যাকমেলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য।  লালবাজার সূত্রে খবর, গত কয়েক মাসে একাধিক অভিযোগ তাদের হাতে জমা পড়েছে। এই চক্র চালাচ্ছে রাজস্থানের একাধিক গ্যাং, এমনটাই সন্দেহ পুলিশের।

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল জামতাড়া গ্যাং-এর বড় দল

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল জামতাড়া গ্যাং-এর বড় দল। মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২০০টি ডেবিট কার্ড, ৭৮টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ। 

WB News Live Updates : DYFI -এর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বহরমপুরে

DYFI -এর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বহরমপুরে। জেলাশাসকের দফতরে মিছিল করে বাম যুবকর্মীরা ঢুকতে গেলে উত্তেজনা তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ঢুকতে না পেরে জেলাশাসকের দফতরের বাইরে চলে বিক্ষোভ।

WB News Live: সিবিআই অফিসারদের কাছে নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলার পরেই নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন হল পুলিশ

সিবিআই অফিসারদের কাছে নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলার পরেই নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন হল পুলিশ। তদন্তে ফের গেল সিবিআই। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন, বাড়ির সামনে রাস্তায় ফেলে পেটানো হয় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে। ১৩ মে, এসএসকেএমে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। মঙ্গলবার মৃত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, নিরাপত্তার কারণে অভিযুক্তদের নাম জানাতে অস্বীকার করে মৃত বিজেপি কর্মীর পরিবার। এরপরই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ। এনিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূলের সন্ত্রাসের জন্যই সিবিআই নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপিই। 

WB News Live Updates : ইসিএলের জে কে নগর কোলিয়ারি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ধস

ইসিএলের জে কে নগর কোলিয়ারি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ধস। ঘটনাস্থলে গেলে ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। পুলিশ ও সিআইএসএফের হস্তক্ষেপে এলাকা ছাড়েন আধিকারিকরা।

WB News Live: মুসুর ডালে ট্যাল্ক পাউডার মিশিয়ে ভেজাল কারবার চালানোর অভিযোগ

মুসুর ডালে ট্যাল্ক পাউডার মিশিয়ে ভেজাল কারবার চালানোর অভিযোগ। উল্টোডাঙার গুদামে হানা কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মুসুর ডালের বস্তা ও ট্যাল্ক পাউডার। গুদাম মালিককে আটক করেছে পুলিশ।

WB News Live: ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে প্রথম চার্জশিট সিবিআইয়ের

ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে প্রথম চার্জশিট সিবিআইয়ের। রামপুরহাট আদালতে চার্জশিট দাখিল সিবিআইয়ের। 

WB News Live Updates: উল্টোডাঙায় হাতেনাতে পাকড়াও ভেজাল ডালের কারবারি

উল্টোডাঙায় হাতেনাতে পাকড়াও ভেজাল ডালের কারবারি। মুসুর ডালে মেশানো হত পাউডার। এই পাউডার শরীরে গেলে ক্যান্সারও হতে পারে!

WB News Live: কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির

কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডি-র। ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব ইডি-র।

WB News Live Updates: কাল থেকে টানা ৬ দিন পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ

কাল থেকে টানা ৬ দিন পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের দরজা। কৌশিকী অমাবস্যায় করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে তার আগে আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড

WB News Live: ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টির জের, হাতি নালার জল উপছে জলমগ্ন বানারহাট ও বিন্নাগুড়ির একাধিক চা বাগান

ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টির জের। হাতি নালার জল উপছে জলমগ্ন বানারহাট ও বিন্নাগুড়ির একাধিক চা বাগান। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু চা গাছ। বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে বলে চা বাগান এলাকার বাসিন্দাদের আশঙ্কা। কিছুদিন আগে জলের তোড়ে ভেঙে যায় গয়েরকাটা থেকে বিন্নাগুড়ি সংযোগকারী লালপুল সেতু। ফলে যাতায়াতে সমস্যায় পড়েছেন আশেপাশের বেশ কয়েকটি চা বাগানের বাসিন্দারা। এর পাশাপাশি, প্লাবনের আশঙ্কা বাড়িয়ে তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বাড়ছে। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি

WB News Live Updates: গার্ডেনরিচে সাউথ ইস্টার্ন রেলের সদর দফতরে সিবিআই-হানা

গার্ডেনরিচে সাউথ ইস্টার্ন রেলের সদর দফতরে সিবিআই-হানা। চলছে সিবিআইয়ের তল্লাশি অভিযান। আটক রেলের ২ আধিকারিক। ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে পাকড়াও: সূত্র

WB News Live: নজরে গর্ভবতী মহিলা ও ১২ বছরের নীচে শিশুদের মায়েদের ভ্যাকসিনেশন

নজরে গর্ভবতী মহিলা ও ১২ বছরের নীচে শিশুদের মায়েদের ভ্যাকসিনেশন।  সেই মতো উত্তর ২৪ পরগনা জেলায় শুরু হল টিকাকরণ।  বারাসাত জেলা হাসপাতালে মায়েদের ডেকে এনে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গ্রামীণ এলাকায় করা হয়েছে বিশেষ ক্যাম্প।

WB News Live Updates: ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টির জের, হাতি নালার জল উপছে জলমগ্ন বানারহাট ও বিন্নাগুড়ির একাধিক চা বাগান

ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টির জের। হাতি নালার জল উপছে জলমগ্ন বানারহাট ও বিন্নাগুড়ির একাধিক চা বাগান। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু চা গাছ। বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতি হবে বলে চা বাগান এলাকার বাসিন্দাদের আশঙ্কা। কিছুদিন আগে জলের তোড়ে ভেঙে যায় গয়েরকাটা থেকে বিন্নাগুড়ি সংযোগকারী লালপুল সেতু। ফলে যাতায়াতে সমস্যায় পড়েছেন আশেপাশের বেশ কয়েকটি চা বাগানের বাসিন্দারা। এর পাশাপাশি, প্লাবনের আশঙ্কা বাড়িয়ে তিস্তা ও জলঢাকা নদীর জলস্তর বাড়ছে। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live: গভীর রাতে অন্ডালে পেট্রোল পাম্পে চড়াও ডাকাতদল

গভীর রাতে অন্ডালে পেট্রোল পাম্পে চড়াও ডাকাতদল। বন্দুক ঠেকিয়ে টাকা লুঠ, বাধা দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ। ডাকাতির ঘটনা সিসি ক্যামেরাবন্দি হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে। অভিযোগ, গতকাল রাত ১টা নাগাদ ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল পাম্পে চড়াও হয়। বন্দুক ঠেকিটে ক্যাশবক্স থেকে টাকা লুঠ করে। বাধা দেওয়ার চেষ্টা করায় বন্দুকের বাঁট দিয়ে মেরে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।দেড়লক্ষের বেশি টাকা লুঠ হয়েছে বলে দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার প্রেসিডেন্সি জেলে সিবিআই

ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার প্রেসিডেন্সি জেলে সিবিআই। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় ধৃত ৫ জনকে জেরা করতে এদিন প্রেসিডেন্সি জেলে যান সিবিআইয়ের তদন্তকারীরা। জেলে গিয়ে জেরা করার অনুমতি চাইতে এর আগে শিয়ালদা আদালতে আবেদন জানায় সিবিআই। আদালতের অনুমতি নিয়েই এদিন প্রেসিডেন্সি জেলে হাজির হন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন কী হয়েছিল, কারা উপস্থিত ছিল, কারও নির্দেশে হামলা হয়েছিল কি না, ধৃত ৫ জনের কাছে এসবই জানতে চাইবেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, একটি প্রশ্ন-তালিকাও তৈরি করা হয়েছে।

WB News Live: নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন পুলিশ

সিবিআই অফিসারদের কাছে নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলার পরেই নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন হল পুলিশ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন, বাড়ির সামনে রাস্তায় ফেলে পেটানো হয় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে। ১৩ মে, এসএসকেএমে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। মঙ্গলবার মৃত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, নিরাপত্তার কারণে অভিযুক্তদের নাম জানাতে অস্বীকার করে মৃত বিজেপি কর্মীর পরিবার। এরপরই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয় পুলিশ। এনিয়ে বিজেপির কটাক্ষ, তৃণমূলের সন্ত্রাসের জন্যই সিবিআই নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বিজেপিই। 


 

WB News Live Updates: কলকাতা বিমানবন্দরের সামনে থেকে উদ্ধার সাইবার অপরাধের সরঞ্জাম

কলকাতা বিমানবন্দরের সামনে থেকে উদ্ধার সাইবার অপরাধের সরঞ্জাম। রাজ্য পুলিশের এসটিএফের জালে ৩ অভিযুক্ত। পুলিশের দাবি, সিমবক্স প্রযুক্তির মাধ্যমে ইন্টারন্যাশনাল ভয়েস কলকে সিএমএস কলে পরিণত করে এরা অপরাধের কারবার চালাত। মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় ঘাঁটি গেড়ে চলত প্রতারণার ছক। নদিয়ার বেথুয়াডহরিতেও প্রতারণা চক্রের জাল ছড়ানো হয়েছিল বলে পুলিশের দাবি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি সিমবক্স। চক্রের জাল আর কোথায় রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live: হাসপাতালের বর্জ্য থেকে ছড়াচ্ছে দূষণ, অভিযোগে কাটোয়া মহকুমা হাসপাতালে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

হাসপাতালের বর্জ্য থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ। এই অভিযোগে কাটোয়া মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সুপারের অফিসের সামনে বর্জ্য ফেলে প্রতিবাদ জানালেন তাঁরা। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বর। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের বায়ো মেডিক্যাল বর্জ্য এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। গতকাল রাত ১০টা নাগাদ সুপারের অফিসের সামনে বর্জ্য ফেলে বিক্ষোভ দেখান তাঁরা। পরে কাটোয়া থানার হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। ঠিকাদার সংস্থার গাফিলতিতেই এই অবস্থা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

WB News Live Updates: ফিরে আসায় দল মজবুত হল, বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে দাবি, তাঁরই একসময়ের প্রতিপক্ষ বলে পরিচিত শঙ্কর আঢ্য

তিনি ফিরে আসায় দল মজবুত হল। বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে এমনই দাবি করলেন, তাঁরই একসময়ের প্রতিপক্ষ বলে পরিচিত শঙ্কর আঢ্য। বিবাদ মিটে গেছে। শঙ্করকে পাশে বসিয়ে বললেন বাগদার বিধায়কও। প্রতারণা করেছেন বিশ্বজিৎ। কটাক্ষের সুর বিজেপির গলায়। 

WB News Live: উত্তর ২৪ পরগনায় কমানো হচ্ছে কোভিড হাসপাতালের সংখ্যা

উত্তর ২৪ পরগনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। ফলে জেলায় কমানো হচ্ছে কোভিড হাসপাতালের সংখ্যা। ১২ থেকে কমে কোভিড হাসপাতালের সংখ্যা হচ্ছে ২। এবার থেকে শুধুমাত্র অশোকনগর স্টেট জেনারেল ও রাজারহাটের সিএনসিআই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা হবে। জেলায় ১৪০০ বেড থেকে কমে এবার করোনা রোগীদের থাকছে ৫০০-৫৫০ বেড। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি খারাপ হলে, ফের এই সমস্ত হাসপাতালগুলোতে কোভিড আক্রান্তদের চিকিত্সা পরিকাঠামো গড়ে তোলা হবে।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগে আদালতে আত্মসমর্পণ দুই অভিযুক্তের

ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগে আদালতে আত্মসমর্পণ করলেন দুই অভিযুক্ত। অভিযুক্তরা হলেন হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কালু শেখ ও ওই পঞ্চায়েতেরই অস্থায়ী কর্মী বিভাস বিশ্বাস। চাপড়ার বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের ঘটনায় সিবিআই এই দুজনের খোঁজ করছিল। গতকাল অভিযুক্তরা কৃষ্ণনগর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করায়, বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 


 

WB News Live Updates: জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান

জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান। ব্যাঙ্ক প্রতারণা শাখার পুলিশের হাতে গ্রেফতার ১৬ জন। ধৃতদের অধিকাংশই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতার আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়ে এরা অপারেশন চালাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল এটিএম কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। এরা কী ধরনের প্রতারণার কারবার চালাত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান

জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে কলকাতাজুড়ে গোয়েন্দা পুলিশের তল্লাশি অভিযান। ব্যাঙ্ক প্রতারণা শাখার পুলিশের হাতে গ্রেফতার ১৬ জন। ধৃতদের অধিকাংশই ঝাড়খণ্ডের জামতাড়া, গিরিডি ও ধানবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতার আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়ে এরা অপারেশন চালাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল এটিএম কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। এরা কী ধরনের প্রতারণার কারবার চালাত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live: পুলিশ দিবসে কলকাতায় আটক ভুয়ো পুলিশ

পুলিশ দিবসে কলকাতায় আটক ভুয়ো পুলিশ। অভিযোগ, বাইকে পুলিশের স্টিকার ও কলকাতা পুলিশের লোগো লাগিয়ে গতকাল গার্ডেনরিচ থানা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। সন্দেহ হওয়ায় বাইক থামিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ডের কর্মীরা। পরিচয়পত্র দেখাতে পারেননি ওই যুবক। পরে তাঁকে আটক করে গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃত জিয়াউল হক গার্ডেনরিচেরই বাসিন্দা। পুলিশ পরিচয়ে ওই যুবক কোনও প্রতারণা করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। আজ থেকে ব্যাঙ্ক খোলা থাকবে পুরো সময়। বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রী।

WB News Live: রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কি হতে পারে পুজোর আগেই? জল্পনা তুঙ্গে

রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কি হতে পারে পুজোর আগেই? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, যে কোনও সময়ে ঘোষণা হতে পারে ৭ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নির্ঘণ্ট। এই মর্মে রাজ্যকে তৈরি থাকতে বলেছে নির্বাচন কমিশন। গতকাল মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন কমিশনের আধিকারিক।

প্রেক্ষাপট

কলকাতা: পুজোর আগেই ৫ কেন্দ্রে উপনির্বাচন-সহ রাজ্যের ৭ কেন্দ্রে ভোট? যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন। রাজ্যকে জানাল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে মুখ্যসচিবের ভার্চুয়াল বৈঠক। 


পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন চায় রাজ্য। বিধানসভা উপনির্বাচন করতে প্রস্তুত রাজ্য। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে দেওয়া হল তথ্য, খবর সূত্রের।


১৭টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সুদীপ জৈনের। ১০-২৪ অক্টোবর রাজ্যে পুজোর ছুটি। সেপ্টেম্বরেই ভোট করতে পারলে ভাল। সুদীপ জৈনকে জানানো হল সিইও-র দফতর থেকে, খবর সূত্রের।


ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাসে খুন-ধর্ষণের মতো মামলায় CBI তদন্তের নির্দেশ দেয়। বুধবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতে গেল রাজ্য। 


সিবিআইয়ের পর এবার নারদ মামলায় চার্জশিট দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সৈয়দ হুসেন মির্জার। ১৬ নভেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ।


কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। ইডির কাছে চিঠি দিয়ে অনুরোধ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। বাড়িতে ২টি সন্তান রয়েছে। করোনা পরিস্থিতিতে দিল্লি যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক। চিঠিতে উল্লেখ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। 


ভয় পাবেন না কেন্দ্রীয় এজেন্সিকে। সিবিআই-ইডির তৎপরতার মধ্যেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর। 


দলত্যাগ বিরোধী আইন না মেনে ২ বিধায়ককে যোগদান করিয়েছে তৃণমূল। ৪ মাস ধরে তৃণমূলের সঙ্গে থাকা বিশ্বজিৎকে নোটিস দেওয়া হয়েছে। ৭দিনের মধ্যে ২ দলত্যাগী বিধায়ককে জবাব দিতে বলা হয়েছে। দাবি বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর। 


বুধবার প্রয়াত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়িতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সুস্মিতা দেব, সাংসদ প্রতিমা মণ্ডল সহ বেশ কয়েকজন তৃণমূলের নেতা-নেত্রী। পাশাপাশি আক্রান্ত তৃণমূল কর্মী মুজিবর ইসলামের বাড়িতেও যান তৃণমূল নেতৃত্ব।   


লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা। আজ থেকে ব্যাঙ্ক খোলা থাকবে পুরো সময়। বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রী।


রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাঁড়াল ৯১১টাকা। বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। দু-সপ্তাহের মধ্যে দাম বাড়ল ৫০ টাকা। দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গাঁধীর। বর্দ্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে এনডিএ-তে থাকা জেডিইউও।  


রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৭৯, ১২জনের মৃত্যু। কলকাতায় একদিনে আক্রান্ত ১০৬, ১জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১১৬, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে সংক্রমিত ৫৩, ৩জনের মৃত্যু। দার্জিলিঙে একদিনে সংক্রমিত ৪৯, ১জনের মৃত্যু। 


ধর্নায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ। ক্যাম্পাসকে স্বাভাবিক ছন্দে ফেরাতে হস্তক্ষেপের আবেদন। পুলিশ বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হোক। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 



বিজেপির সম্মেলনে অনুপস্থিত একসঙ্গে ৫ বিধায়ক। গরহাজির বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, মালদার বিধায়ক গোপাল সাহা এবং কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও।


দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও কী বিজেপির দুর্গে ফাটল? জল্পনা ওড়ালেন নেতৃত্ব। অশোক লাহিড়ি দিল্লিতে রয়েছেন, দাবি বিজেপির। স্ত্রী অসুস্থ, তাই আসতে পারিনি, যেখানে ছিলাম, সেখানেই আছি, দাবি গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের। অসুস্থ বলে যেতে পারেননি বলে দাবি মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.