নয়াদিল্লি: ২ সপ্তাহের জন্য দেশে বাড়ল লকডাউন। স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানাল এএনআই-পিটিআই। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদবৃদ্ধি। স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে জানাল এএনআই-পিটিআই। গ্রিন ও অরেঞ্জ জোনের জেলাগুলিতে কিছু ক্ষেত্রে ছাড়।
জেনে নিন নতুন নিয়ম ও শর্তাবলী--
- রেড জোন : স্পেশাল ইকোনমিক জোনে ছাড়
- রেড জোন : নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উৎপাদনের কারখানা
- রেড জোন : রফতানি সংক্রান্ত ইউনিটে ছাড়
- রেড জোন : ইণ্ড্রাস্ট্রিয়াল ইউনিটে ছাড়
- রেড জোন : ওষুধ-মেডিক্যাল ডিভাইস তৈরির কারখানা
- রেড জোন : আইটি হার্ডওয়্যার নির্মাণ ছাড়
- রেড জোন : চটকলে ছাড়
- রেড জোন : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ই-কমার্স
- রেড জোন : বেসরকারি অফিসে ৩৩ শতাংশ কর্মচারী
- রেড জোন : গ্রামীণ এলাকায় নির্মাণ কাজে ছাড়
- রেড জোন : ১০০ দিনের কাজে ছাড়
- রেড জোন : খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
- রেড জোন : চলবে কৃষিকাজ
- রেড জোন : গ্রামীণ এলাকায় খোলা সব ধরণের দোকান
- রেড জোন : বন্ধ শপিং মল
- অরেঞ্জ জোন : পেইড ট্যাক্সি-ক্যাব চলতে পারবে
- অরেঞ্জ জোন : ট্যাক্সিতে একজনই যাত্রী তোলা যাবে
- অরেঞ্জ জোন : ব্যক্তিগত গাড়িতে চালক-সহ ৩ জন
- গ্রিন ও অরেঞ্জ জোনের জেলাগুলিতে কিছু ক্ষেত্রে ছাড়
- গ্রিন জোন : ৫০ শতাংশ বাস চলতে পারবে
- গ্রিন জোন : বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী নয়
- গ্রিন জোন : খোলা মদের দোকান, পানের দোকান
- ১৭ মে পর্যন্ত বন্ধ শপিং মল, স্কুল, কলেজ
- ১৭ মে পর্যন্ত বন্ধ সিনেমা হল, ধর্মীয় প্রতিষ্ঠান
- ১৭ মে পর্যন্ত ধর্মীয়, সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধ
- ১৭ মে পর্যন্ত রেল, মেট্রো, বিমান চলাচল বন্ধ
- ১৭ মে পর্যন্ত বন্ধ হোটেল, রেস্তোরাঁ, জিম
- ৩টি জোনেই ওপিডি-মেডিক্যাল ক্লিনিক খোলা থাকবে
- সেক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি
- কনটেনমেন্ট জোনে এইসব ছাড় মিলবে না