নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। আজ সুপ্রিম কোর্টকে এই সিদ্ধান্তের কথা জানাল বোর্ড। আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল বোর্ডের। কিন্তু আরও ২ দিন বেশি সময় নিয়ে আজ সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত জানিয়ে দেয় সিবিএসই।
১৭ জুন সুপ্রিম কোর্ট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে আবেদন করে পরীক্ষা স্থগিত করার। দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার আবেদনের ভিত্তিতেই সিবিএসইকে এই বার্তা পাঠায় সুপ্রিম কোর্ট। এরপরেই আজ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় সিবিএসই।
আজ সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ফের চালু হবে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। আপাতত ১ থেকে ১৫ জুলাই যে সমস্ত পরীক্ষা হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে।
অন্যদিকে জানানো হয়েছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি সরকারও কোনও পরীক্ষা নিতে পারবে না।
দশম এবং দ্বাদশ শ্রেণির ১ থেকে ১৫ জুলাইয়ের সমস্ত পরীক্ষা বাতিল করল সিবিএসই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 02:29 PM (IST)
করোনা পরিস্থিতিতে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। আজ সুপ্রিম কোর্টকে এই সিদ্ধান্তের কথা জানাল বোর্ড। আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -