নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের ভোট গণনার প্রবণতা থেকে সাফ হয়ে গিয়েছে যে, বিজেপি-শিবসেনা জোটই রাজ্যে ফের সরকার গড়তে চলেছে। যদিও তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, বিজেপির আসন সংখ্যা গত বিধানসভার তুলনায় কম হতে পারে। এরইমধ্যে শিবসেনা ৫০-৫০ ফরমুলায় সরকার গঠনের কথা উঠেছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে এ ব্যাপারে বলেছেন, শিবসেনার দরকষাকষির ক্ষমতা বেড়েছে। শিবসেনার পক্ষ থেকে যদি আদিত্য ঠাকরেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেয়, সেক্ষেত্রে কোনও ভুল নেই। শিবসেনার এই দাবি ন্যায্য।
আথওয়ালে একইসঙ্গে বলেছেন, আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্ব ভাগ করে নেওয়ার ফরমুলাকে তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেছেন, আর্থিক মন্দা ও কর্মসংস্থানহীনতার কারণে এনডিএ-র ফল যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয়নি।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে নিয়ে কবিতার ধাঁচে আথওয়ালে বলেছেন, রাহুল গাঁধী তো আসছেন, কিন্তু নিজেদের লোকেদেরই লড়িয়ে দিচ্ছেন।
ভোট গণনার প্রবণতা অনুযায়ী, বিজেপি-শিবসেনা প্রায় ১৬০ আসনে এগিয়ে। অন্যদিকে, এনসিপি-কংগ্রেস জোট প্রায় ১০০ আসনে এগিয়ে।
গত বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা পৃথকভাবে লড়াই করেছিল। সেবার বিজেপি ১২২ ও শিবসেনা ৬৩ আসনে জয়ী হয়েছিল।
মন্দা ও কর্মসংস্থানহীনতার কারণে মহারাষ্ট্রে এনডিএ-র ফল প্রত্যাশামাফিক হয়নি, বললেন কেন্দ্রীয় মন্ত্রী আথওয়ালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2019 02:52 PM (IST)
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের ভোট গণনার প্রবণতা থেকে সাফ হয়ে গিয়েছে যে, বিজেপি-শিবসেনা জোটই রাজ্যে ফের সরকার গড়তে চলেছে। যদিও তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, বিজেপির আসন সংখ্যা গত বিধানসভার তুলনায় কম হতে পারে। এরইমধ্যে শিবসেনা ৫০-৫০ ফরমুলায় সরকার গঠনের কথা উঠেছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -