মুম্বই: ৩৫ কোটি টাকা দিতে হবে, আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের নাম করে অভিনেতা তথা পরিচালক মহেশ মঞ্জরেকারকে ফোন করে হুমকি দিল এক ব্যক্তি। অভিযোগ দায়ের হওয়ার পর তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে।
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহেশ অতি পরিচিত নাম। একাধারে তিনি অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক। ‘বাস্তব: দ্য রিয়েলিটি’-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সেই তিনিই এবার সংবাদ শিরোনামে। গত দু’দিন ধরে তাঁর হোয়াটসঅ্যাপে হুমকি টেক্সট আসছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অতি সম্প্রতি আবু সালেমের নাম করে তাঁর কাছে ৩৫ কোটি টাকা চেয়ে ফোন করে এক ব্যক্তি। ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ওই বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের।
মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের সঙ্গে আর কার যোগ রয়েছে, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আদৌ আবু সালেমের গ্যাংয়ের সঙ্গে তার কোনও সংযোগ রয়েছে, নাকি নিছকই এককভাবে এ ধরনের কাজ করেছে সে, এটাই খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
আবু সালেমের নাম করে ৩৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ মহেশ মঞ্জরেকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2020 05:59 PM (IST)
অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -