অভিনব শাস্তি! মালদায় লালারসের নমুনা সংগ্রহ করা হল ২০০ জন লকডাউন অমান্যকারীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2020 07:34 PM (IST)
সাপ্তাহিক লকডাউনে নিয়মনাস্তি? শাস্তি হিসাবে আর মারধর বা ওঠবোস নয়, অভিনব পন্থা বার করল মালদা পুলিশ। করোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হল লকডাউন অমান্যকারীদের লালারস।
NEXT
PREV
মালদা: সাপ্তাহিক লকডাউনে নিয়মনাস্তি? শাস্তি হিসাবে আর মারধর বা ওঠবোস নয়, অভিনব পন্থা বার করল মালদা পুলিশ। করোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হল লকডাউন অমান্যকারীদের লালারস।
কলকাতা থেকে জেলা, সাপ্তাহিক লকডাউনে সকাল থেকেই সামনে এসেছে নিয়ম ভাঙার ছবি। একাধিক জায়গায় বসেছে বাজার। অকারণে রাস্তায় বেরিয়ে শাস্তি পেতে হয়েছে অনেককেই। কিন্তু সেই শাস্তি সাধারণত সীমাবদ্ধ থেকেছে কান ধরে ওঠবোস বা পুলিশের লাঠির মারে। কিন্তু মালদার কালিয়াচকের ছবিটা একেবারে আলাদা। সেখানে রীতিমতো শিবির করে সংগ্রহ করা হল নিয়মভঙ্গকারীদের লালারস।
আজ মালদার কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় ২০০ জনেরও বেশি লকডাউন অমান্যকারীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অনেকে।
আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। ব্যতিক্রম নয় মালদাও। কিন্তু সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে লকডাউন অমান্য করে বাজার বসার ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। লকডাউন অমান্য করে বেশকিছু মানুষ কেউ রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। লকডাউনে অযথা বাইরে বেরনো রুখতে এই পদক্ষেপ আগে থেকেই পরিকল্পিত ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে যথাযথ সুরক্ষাবিধি মেনেই কাজ হয়েছে বলে জানা যাচ্ছে।
মালদা: সাপ্তাহিক লকডাউনে নিয়মনাস্তি? শাস্তি হিসাবে আর মারধর বা ওঠবোস নয়, অভিনব পন্থা বার করল মালদা পুলিশ। করোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হল লকডাউন অমান্যকারীদের লালারস।
কলকাতা থেকে জেলা, সাপ্তাহিক লকডাউনে সকাল থেকেই সামনে এসেছে নিয়ম ভাঙার ছবি। একাধিক জায়গায় বসেছে বাজার। অকারণে রাস্তায় বেরিয়ে শাস্তি পেতে হয়েছে অনেককেই। কিন্তু সেই শাস্তি সাধারণত সীমাবদ্ধ থেকেছে কান ধরে ওঠবোস বা পুলিশের লাঠির মারে। কিন্তু মালদার কালিয়াচকের ছবিটা একেবারে আলাদা। সেখানে রীতিমতো শিবির করে সংগ্রহ করা হল নিয়মভঙ্গকারীদের লালারস।
আজ মালদার কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় ২০০ জনেরও বেশি লকডাউন অমান্যকারীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে অনেকে।
আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। ব্যতিক্রম নয় মালদাও। কিন্তু সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে লকডাউন অমান্য করে বাজার বসার ছবি ধরা পড়ে এবিপি আনন্দের ক্যামেরায়। লকডাউন অমান্য করে বেশকিছু মানুষ কেউ রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। লকডাউনে অযথা বাইরে বেরনো রুখতে এই পদক্ষেপ আগে থেকেই পরিকল্পিত ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে যথাযথ সুরক্ষাবিধি মেনেই কাজ হয়েছে বলে জানা যাচ্ছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -