Mamata Banerjee Midnapore Rally LIVE: 'কৃষকদের পাশে আছি' নবান্নের ধান ছুঁয়ে শপথ মমতার
শুভেন্দু-সংঘাত আবহে মেদিনীপুরে মমতার সভা।জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুরে। সভা থেকে তৃমমূল নেত্রীর কী বার্তা নজর সেদিকেই। দু-দেড় লক্ষ মানুষ থাকবে, দাবি তৃণমূলের।লোক হবে না, পাল্টা দাবি দিলীপ ঘোষের।
- পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন
- আমরা অতীতকে ভুলি না
- ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা
- কত লোক বাইরে দাঁড়িয়ে আছেন
- কৃষকদের পাশে ছিলাম-আছি-থাকব
- নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম
- আমি সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ভুলিনি
- আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি
- কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে
- দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও
- নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার
- কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক
- সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক
- এরা বলে কিনা বাংলা চালাবে?
- বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না
- বহিরাগতরা এসেছে, টাকা বিলোচ্ছে
- কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে
- পিএম কেয়ার্সের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ কর
- কোন খবর সম্প্রচার হবে, সেটাও ঠিক করছে বিজেপি নেতৃত্ব
রবিবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর সভাস্থলের আশেপাশে শুভেন্দুর পোস্টার দেখা না গেলেও আজ সকালেই দেখা যায়, এলআইসি, লাইব্রেরি রোড সহ একধিক জায়গায় শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়েছে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ মেদিনীপুরে হাইভোল্টেজ সভা, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? এই নিয়েই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। মেদিনীপুরের মাটি থেকে কি শুভেন্দু অধিকারীকে নিশানা করে কোনও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী? সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
'একসঙ্গে কাজ করা মুশকিল'- দলের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে হোয়াটসঅ্যাপে এই কথা জানানোর পর থেকেই আরও চড়ছে উত্তেজনা। নাম না করেই ঘাসফুল-বিজেপি উভয় শিবির থেকেই আসছে আক্রমণ-পাল্টা আক্রমণ।
রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “অপমান হচ্ছিল আগে বললেন না কেন? এতদিন কেন মন্ত্রী থাকলেন? বিজেপি এসে কানের কাছে বলছে তারপর মনে পড়ল? আর একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। তৃণমূল সাগরের মতো। আমি সম্মান পেলাম কিনা বড় কথা নয়। মানুষ পেল কিনা বড় কথা।”
ওই একই সভা থেকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এখন অনেকেই বেসুরো। মমতার সুরে কথা না বললে অনেকে নিজেই বেসুরো হবেন।”
তৃণমূলের অন্দরে বেসুরো গাইছেন অনেকেই!শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, অনেক হেভিওয়েটের ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই জোর গুঞ্জন। বঙ্গ রাজনীতির অন্দরমহলে কান পাতলেই এখন দলবদলের জল্পনা। এরইমধ্যে সোমবার মেদিনীপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই সভা থেকে তৃণমূল নেত্রী বিদ্রোহীদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকেই এখন সবার নজর।
পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। একটি অধিকারী পরিবারের গড়। আরেকটি জেলার পর্যবেক্ষকদের দায়িত্বে ছিলেন শুভেন্দু। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে কী বলেন, সেজিকে যেমন সবার নজর, তেমনই অধিকারী পরিবারের দুই সাংসদ অর্থাৎ শিশির ও দিব্যেন্দুর মধ্যে কেউ তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত হন কি না, সেটাও দেখার। রবিবার বিকেলে কলকাতা থেকে সড়কপথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। রাতে মেদিনীপুরে পৌছন। জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুর শহরে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা।
নির্বাচন অনেক দূরে কিন্তু বিচ্ছেদ আবহে উত্তাপ আরও বেড়েছে মেদিনীপুরে এসে মালুম হল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কটাক্ষ করেছে বিজেপি।
তৃণমূল সূত্রে খবর, সভায় উপস্থিত থাকার জন্য দুই মেদিনীপুরের তৃণমূল নেতা কর্মীদের আহ্বান জানানো হয়েছে। যদিও শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি, তাঁরা উপস্থিত থাকবেন না। শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা বলেছেন, 'আমারা সেখানে যাব না'
সব মিলিয়ে এখন সবার নজর সোমবার মেদিনীপুরের সভার দিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -