Mamata Banerjee Midnapore Rally LIVE: 'কৃষকদের পাশে আছি' নবান্নের ধান ছুঁয়ে শপথ মমতার

শুভেন্দু-সংঘাত আবহে মেদিনীপুরে মমতার সভা।জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুরে। সভা থেকে তৃমমূল নেত্রীর কী বার্তা নজর সেদিকেই। দু-দেড় লক্ষ মানুষ থাকবে, দাবি তৃণমূলের।লোক হবে না, পাল্টা দাবি দিলীপ ঘোষের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Dec 2020 01:49 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ মেদিনীপুরে হাইভোল্টেজ সভা, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? এই নিয়েই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। মেদিনীপুরের মাটি থেকে কি শুভেন্দু অধিকারীকে নিশানা করে কোনও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী? সেই দিকেই তাকিয়ে...More

নানা জল্পনার মাঝেই ধান-শাক-সব্জি সামনে রেখে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,

- পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন
- আমরা অতীতকে ভুলি না
- ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা
- কত লোক বাইরে দাঁড়িয়ে আছেন
- কৃষকদের পাশে ছিলাম-আছি-থাকব
- নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম
- আমি সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ভুলিনি
- আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি
- কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে
- দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও
- নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার
- কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক
- সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক
- এরা বলে কিনা বাংলা চালাবে?
- বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না
- বহিরাগতরা এসেছে, টাকা বিলোচ্ছে
- কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে
- পিএম কেয়ার্সের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ কর
- কোন খবর সম্প্রচার হবে, সেটাও ঠিক করছে বিজেপি নেতৃত্ব