কলকাতা: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় দেখা গিয়েছে। রেকর্ড গড়ে ফের একবার মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভূপতিত হয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। যে ফলাফল ঘোষণার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করলেন, ইভিএমে কারচুপি হয়েছে। ফরেন্সিক পরীক্ষার দাবিও তুললেন তিনি। 


মমতা বলেছেন, 'উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।'


বাংলার নির্বাচনেও যে ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছিল, এদিন ফের একবার সেই অভিযোগ করেছেন মমতা। বলেছেন, ‘বাংলায় একই জিনিস করার চেষ্টা হয়েছিল। মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না। কংগ্রেস হেরেই চলেছে, এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি।'


গোয়ায় তৃণমূলের ফলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মমতা। বলেছেন, ‘গোয়ায় তৃণমূল ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট পেয়েছে। এটা মানুষের জন্য জোট ছিল, জোটসঙ্গী দল কী করবে তা তাদের সিদ্ধান্ত।'


বৃহস্পতিবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল নির্বাচন বেড়িয়েছে। যাতে কার্যত গেরুয়া ঝড় দেখা গিয়েছে। চারটি রাজ্যের বিধানসভায় বড় জয় পেয়েছে বিজেপি। যার মধ্যে ছিল উত্তরপ্রদেশও। সেই উত্তরপ্রদেশ, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে জনসভা করে এসেছিলেন। অথচ উত্তরপ্রদেশের নির্বাচনেও দেখা গিয়েছে যোগী রাজ। রেকর্ড গড়ে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। যে ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিয়েছেন, ২০২২ সালের বিধানসভা ভোটের ফল ২০২৪ সালের লোকসভা ভোটের পূর্বাভাস দিয়ে গেল।


শুক্রবার প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা। বলে দিলেন, ‘ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি। আক্রমণাত্মক নয়, সংযত হোন।’ ২০২৪ সালের লোকসভা ভোটে মোদির বড় জয়ের পূর্বাভাসকেও উড়িয়ে দিয়েছেন মমতা। সাফ বলে দিলেন, 'কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪-এর জন্য লাফাচ্ছে।'