LIVE UPDATE: ‘১০ হাজার লোককে নাগরিকত্ব দেওয়ার নামে ৯ লাখ ৯০ হাজার মানুষের নাম বাদ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার’: মমতা বন্দ্যোপাধ্যায়
শুরু হচ্ছে জমায়েত। যাদবপুর থানা থেকে ঢাকুরিয়া, গোলপার্ক হয়ে গড়িয়াহাট মোড়ে যাবে মিছিল। সেখান থেকে ট্রায়াঙ্গুলার পার্ক, রাসবিহারী মোড় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল যাবে হাজরা মোড়ে। যদুবাবুর বাজারে শেষ হবে তৃণমূলের মিছিল।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
17 Dec 2019 03:27 PM
গতকাল থেকে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ছিল তাঁর দ্বিতীয় মিছিল। আগামী কাল হাওড়া ময়দান থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘ এনআরসি আতঙ্কে অসমে ১০০ জন, বাংলায় ৩০ জন আত্মহত্যা করেছে। এর দায় কে নেবে? কারও জীবনের কোনও নিরাপত্তা নেই। আমরা সবাই নাগরিক। ভেদাভেদ করা যাবে না। নাগরিকের অধিকার কেড়ে নিতে দেব না।’
মিছিল শেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ফের একবার আক্রমণ করে বললেন, সংবিধানকে পর্যুদস্ত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পদক্ষেপে গণতন্ত্রিক কাঠামো বিপর্যস্ত। এমন কোনও জায়গা নেই আন্দোলন হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন। মানুষকে ভালবাসাই আমাদের ধর্ম।
বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, একটা দল ভোটে জিতেছে বলে যা খুশি তাই করছে, আমি যদি খুশিমতো কাজ করি, সেটা মানবেন?
বিজেপিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, একটা দল ভোটে জিতেছে বলে যা খুশি তাই করছে, আমি যদি খুশিমতো কাজ করি, সেটা মানবেন?
সৌগত রায় বললেন -
- এনআরসির ফলে অসমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে।
- অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন মোদি-অমিত শাহ
- নাগরিকত্ব হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না, এটা হয় না।
- আন্দোলন কোনও রাজ্যে সীমাবদ্ধ নেই, দিল্লি থেকে অসম, সর্বত্র প্রতিবাদ হচ্ছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাস্তায় নেমেছে।
-হিংসার পথে আন্দোলন নয়, শান্তির পথ নিতে হবে।
-এই আইন হিন্দু-মুসলমান কারও ভাল করবে না।
- এনআরসির ফলে অসমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে।
- অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছেন মোদি-অমিত শাহ
- নাগরিকত্ব হিন্দুরা পাবে, মুসলমানরা পাবে না, এটা হয় না।
- আন্দোলন কোনও রাজ্যে সীমাবদ্ধ নেই, দিল্লি থেকে অসম, সর্বত্র প্রতিবাদ হচ্ছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাস্তায় নেমেছে।
-হিংসার পথে আন্দোলন নয়, শান্তির পথ নিতে হবে।
-এই আইন হিন্দু-মুসলমান কারও ভাল করবে না।
মিছিল শেষে বক্তব্য রাখছেন সৌগত রায়। মঞ্চে নুসরত, মিমি, দীপেন্দু বিশ্বাস, সমরেশ চৈধুরী, মানস ভট্টাচার্য প্রমুখ।
যদুবাবুর বাজারে শেষ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল।
ঢাকুরিয়ায় পৌঁছল মিছিলের অগ্রভাগ। ক্রমেই বাড়ছি অংশগ্রহণকারীর সংখ্যা।
কালীঘাটে পৌঁছল মিছিল।
কালীঘাটে পৌঁছল মিছিল।
যাদবপুর থেকে এগোতে শুরু করল মিছিল।
মিছিল শুরু আগে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী, দেখব একনজরে।
• আমাদের পরিচয় মানবিকতা। একটা নির্বাচনে জিতে ভাবছে দেশকে দখল করে নিলাম। কোনও দল ক্ষমতায় আসে, আবার চলেও যায়। সংখ্যার জোরে বিলকে আইনে পরিণত করা যায়। কিন্তু মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয়না।
• সংবিধান মেনে নাগরিকত্ব সংশোধনী আইন হয়নি। কাউকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হয়।... কবে বিল পাস করাবে, আগে থেকে জানায়নি। না জানার ফলে অনেক সাংসদ পৌঁছতে পারেননি।
• শান্তিপূর্ণ পথ হলে তবেই আন্দোলন জয় পাবে। সংবিধান মেনে সবকিছু করতে হয়।
• উত্তরপ্রদেশে জেতার জন্য নোটবাতিল করা হয়েছিল।
• পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে, আলু, পেঁয়াজ জ্বলছে, গ্রাম থেকে শহর সব জ্বলছে।
• অসম থেকে ত্রিপুরা, সব জায়গায় আন্দোলন হচ্ছে। পোশাক দেখে কি আন্দোলনকারীকে চেনা যায়!পোশাক, খাবার যার যার নিজের মতো। পোশাক দেখে আন্দোলন চেনা যায়, কখনও ভাবিনি।
• আমরা শান্তি, সহনশীলতার সঙ্গে আন্দোলন করব।
• কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ব্যাজ তৈরি করুন। এনআরসি, নাগরিক আইনের প্রতিবাদে ব্যাজ পরুন।
• দু’একটা ছোট ঘটনা, তাতেই সব দূরপাল্লার ট্রেন বন্ধ! রেলের সম্পত্তি তো রেলকেই রক্ষা করতে হবে। তা সত্ত্বেও রেলকে আমরা সাহায্য করেছি।
• আমাদের পরিচয় মানবিকতা। একটা নির্বাচনে জিতে ভাবছে দেশকে দখল করে নিলাম। কোনও দল ক্ষমতায় আসে, আবার চলেও যায়। সংখ্যার জোরে বিলকে আইনে পরিণত করা যায়। কিন্তু মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয়না।
• সংবিধান মেনে নাগরিকত্ব সংশোধনী আইন হয়নি। কাউকে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হয়।... কবে বিল পাস করাবে, আগে থেকে জানায়নি। না জানার ফলে অনেক সাংসদ পৌঁছতে পারেননি।
• শান্তিপূর্ণ পথ হলে তবেই আন্দোলন জয় পাবে। সংবিধান মেনে সবকিছু করতে হয়।
• উত্তরপ্রদেশে জেতার জন্য নোটবাতিল করা হয়েছিল।
• পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে, আলু, পেঁয়াজ জ্বলছে, গ্রাম থেকে শহর সব জ্বলছে।
• অসম থেকে ত্রিপুরা, সব জায়গায় আন্দোলন হচ্ছে। পোশাক দেখে কি আন্দোলনকারীকে চেনা যায়!পোশাক, খাবার যার যার নিজের মতো। পোশাক দেখে আন্দোলন চেনা যায়, কখনও ভাবিনি।
• আমরা শান্তি, সহনশীলতার সঙ্গে আন্দোলন করব।
• কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ব্যাজ তৈরি করুন। এনআরসি, নাগরিক আইনের প্রতিবাদে ব্যাজ পরুন।
• দু’একটা ছোট ঘটনা, তাতেই সব দূরপাল্লার ট্রেন বন্ধ! রেলের সম্পত্তি তো রেলকেই রক্ষা করতে হবে। তা সত্ত্বেও রেলকে আমরা সাহায্য করেছি।
যাদবপুর থেকে মিছিল শুরুর আগে সকলকে এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,
• এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা। যে সব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, তাকে সহমর্মিতা জানাচ্ছি।
• আমরা সবাই নাগরিক। সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন ও আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব। বাংলায় এনআরসি করতে দিচ্ছি না, দেব না। আমরা ঐক্যবদ্ধ ভারত চাই’।
• এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আমরা। যে সব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, তাকে সহমর্মিতা জানাচ্ছি।
• আমরা সবাই নাগরিক। সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন ও আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব। বাংলায় এনআরসি করতে দিচ্ছি না, দেব না। আমরা ঐক্যবদ্ধ ভারত চাই’।
মিছিল শুরুর আগে শঙ্খধ্বনি। মঞ্চে হাজির নুসরত ও মিমি।
প্রেক্ষাপট
কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টায় মিছিল শুরু হওয়ার কথা।
যাদবপুর থানা থেকে ঢাকুরিয়া, গোলপার্ক হয়ে গড়িয়াহাট মোড়ে যাবে মিছিল। সেখান থেকে ট্রায়াঙ্গুলার পার্ক, রাসবিহারী মোড় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল যাবে হাজরা মোড়ে। যদুবাবুর বাজারে শেষ হবে তৃণমূলের মিছিল।
আগামীকাল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -