কলকাতা: জম্ম ও কাশ্মীরের কুলগামে গতকাল জঙ্গিদের হাতে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিকের হত্যার ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইটারে নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। একের পর এক টুইটে তিনি ঘটনার শোকপ্রকাশের পাশাপাশি কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।
ট্যুইটারে তিনি লিখেছেন, কাশ্মীরে এক দুর্ভাগ্যজনক ঘটনায় পাঁচ নিরীহ শ্রমিককে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা শোকাহত। বর্তমানে, কাশ্মীরে কোনও রাজনৈতিক কার্যকলাপ চলছে না। ফলত, রাজ্যের আইনশৃঙ্খলার পুরো ভার ও দায়িত্ব কেন্দ্রের হাতে।
কাশ্মীরে নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা শোকাহত। মুর্শিদাবাদের ৫ শ্রমিক প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। মৃতদের পরিবারগুলিকে সমস্ত ধরনের সাহায্য করা হবে। সেই জন্য আমরা যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি, যাতে সত্যিটা বেরিয়ে আসে। এর জন্য আমরা এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহকে নিয়োগ করছি। তিনি এই ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য বের করবেন।
আমাদের দলীয় সাংসদ-বিধায়করা ইতিমধ্যেই মুর্শিদাবাদ পৌঁছেছেন। হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। নিহতদের পরিবার-পিছু পাঁচ লক্ষ টাকা ও সবধরনের সহায়তা করবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের কুলগামে গণহত্যা ঘটিয়েছে জঙ্গিরা। নির্বিচারে গুলি করে খুন করা হয় বাংলার পাঁচ শ্রমিককে। গতকাল সন্ধ্যায় ভাড়া বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় অতর্কিতে জঙ্গিরা ঢুকে পড়ে। এরপরই একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গুলি করে ৫ জনকে খুন করে জঙ্গিরা। গুলিবিদ্ধ এক শ্রমিক পালাতে সক্ষম হন। মৃত শ্রমিকরা মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার বাহালনগর গ্রামের বাসিন্দা। কাশ্মীরে হত্যাকাণ্ডের খবর আসতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গ্রাম। আজ গ্রামে যান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।