মুম্বই: মোবাইল ছিনতাই রোখার জন্য ট্রেন থেকে লাফ দিয়েও শেষরক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক যুবকের। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘এ মাসের ১৯ তারিখ ভোরবেলা এই ঘটনা ঘটে। নাসিকের চিকিৎসা কর্মী চেতন আহিররাও (৩৫) মধ্য রেলের লোকাল ট্রেনে চড়ে ঠানে জেলার দিভা স্টেশনে যাচ্ছিলেন। তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। কালওয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার মুখে অজয় সোলাঙ্কি (১৯) নামে অভিযুক্ত তরুণ চেতনের মোবাইল ফোন ছিনতাই করার জন্য তাঁর কবজিতে আঘাত করে। সে মোবাইল ফোন নিয়ে পালায়। ফোন উদ্ধারের লক্ষ্যে চলন্ত ট্রেন থেকে লাফ দেন চেতন। লাইনে পড়ে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
ওই আধিকারিক আরও জানিয়েছেন, ‘প্রথমে এটি এক যাত্রীর লোকাল ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা বলে মনে হচ্ছিল। তবে পরে যখন ওই যাত্রীর মোবাইল ফোন পাওয়া যাচ্ছিল না, তখনই আমাদের সন্দেহ হয়। এরপর আমরা কালওয়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অজয়কে খুঁজে বার করি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও গত বছর কল্যাণ স্টেশনে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।’
মহারাষ্ট্রে মোবাইল ছিনতাই রুখতে গিয়ে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত তরুণ
Web Desk, ABP Ananda
Updated at:
31 Aug 2018 05:01 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -