নয়াদিল্লি/গাজিয়াবাদ: পূর্ব দিল্লির জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের কাছে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। মোটরবাইকে চড়ে যাওয়ার সময় তাঁর উপর এসে পড়ে কোনও একটি ‘রাসায়নিক’। এর ফলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ওই যুবকের সঙ্গে থাকা এক তরুণ জখম।

গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত যুবকের নাম অমিত চৌহান (৩২)। জখম তরুণের নাম রাহুল (১৭)। তিনি হাসপাতালে ভর্তি। এই তরুণ জানিয়েছেন, পিঙ্ক লাইনে এখনও পর্যন্ত চালু না হওয়া জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাঁদের উপর রাসায়নিক জাতীয় কিছু এসে পড়ে। ওই মেট্রো স্টেশনের কর্মীরাই তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে অমিতের মৃত্যু হয়।

দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন এই ঘটনার দায় অস্বীকার করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনও কাজের জন্য রাসায়নিক দরকার হচ্ছে না। তাই মেট্রো রেলের কোনও কর্মী রাসায়নিক ফেলেননি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।