কোটা: তিন তালাক কাগজে কলমে নিষিদ্ধ। কিন্তু আসলে তা এখনও চলছে রমরমিয়ে। নেহাত একটি ক্যারাম বোর্ড নিয়ে কথা কাটাকাটির জেরে রাজস্থানের বারাণের আন্টা এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে বলে অভিযোগ।


অভিযোগকারিণীর নাম সাবরুন্নিসা, বয়স ২৪। পুলিশে অভিযোগ করে তিনি বলেছেন, তাঁর স্বামী সাকিল আহমেদ ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড কিনতে চেয়েছিল। তাতে আপত্তি করায় তাঁকে তালাক দিয়েছে সে। সাবরুন্নিসা তাঁর ছেলেকে নিয়ে বাবা মায়ের কাছে থাকেন, স্বামীর বিরুদ্ধে আগেই একটি গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন তিনি।

এই মামলার শুনানিতে গিয়েছিলেন স্বামী স্ত্রী। ফেরার পথে সাবরুন্নিসাকে আটকে ছেলের জন্য একটি ক্যারাম বোর্ড নিয়ে যাওয়ার জন্য সাকিল জোর করতে থাকে। রাজি না হওয়ায় রাগের চোটে সাকিল তিনবার তালাক দেয় তাঁকে। পুলিশ জানিয়েছে, মুসলিম উওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট, ২০১৯-এ সাকিলকে অভিযুক্ত করা হয়েছে তবে এখনও গ্রেফতার হয়নি সে। ঘটনার তদন্ত চলছে।

এ বছর ৩০ জুলাই তিন তালাক আইনত নিষিদ্ধ করেছে সংসদ। অথচ এর পরেও শুধু রাজস্থানের কোটাতেই এখনও পর্যন্ত পাঁচটি তিন তালাকের ঘটনা সামনে এল।