কোট্টায়ম: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে বিকৃত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ৫০ জনেরও বেশি মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল কেরলের এক যুবককে। ধৃতের নাম প্রদীশ কুমার (২৫)। এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রদীশের ল্যাপটপ থেকে বহু মহিলার বিকৃত ছবি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মূলত গৃহবধূদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের ফোন নম্বর জোগাড় করত প্রদীশ। এরপর সে ওই মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের পরিবারের সমস্যার কথা জেনে নিত। এরপর সে এক মহিলার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ওই গৃহবধূদের স্বামীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত। এরপর স্বামীদের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সংশ্লিষ্ট গৃহবধূদের পাঠিয়ে দিত সে। এর ফলে ওই পরিবারগুলিতে সমস্যা বাড়ত। তখন ওই গৃহবধূদের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলে তাঁদের বিকৃত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করত প্রদীশ। তার কথা না শুনলে ওই মহিলাদের স্বামীদের কাছে বিকৃত ছবি পাঠিয়ে দেওয়ার হুমকিও দিত সে।
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে ৫০ জনেরও বেশি মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার কেরলের যুবক
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2019 06:22 PM (IST)
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মূলত গৃহবধূদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁদের ফোন নম্বর জোগাড় করত প্রদীশ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -