সন্তানসম্ভবা স্ত্রী ভর্তি, ডাক্তার সেজে এইমসে ঢুকে গ্রেফতার
Web Desk, ABP Ananda | 20 Aug 2018 04:17 PM (IST)
নয়াদিল্লি: ডাক্তার সেজে নয়াদিল্লির এইমস-এ ঢোকায় গ্রেফতার ২৫ বছর বয়সি যুবক। গাজিয়াবাদের বাসিন্দা আশিষ ত্রিপাঠি নামে লোকটিকে সাদা কোট পরে এইমস-এর একটি ওয়ার্ডে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় গার্ডদের। তাঁদের প্রশ্নের মুখে আশিষ প্রথমে দাবি করেন, তিনি ওখানকার সিনিয়র আবাসিক ডাক্তার। কিন্তু পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি বলে জানান ডিসিপি রোমিল বানিয়া। শেষে ভেঙে পড়েন, সন্তানসম্ভবা স্ত্রী এইমসে ভর্তি, সাদা কোট চাপিয়ে ডাক্তার সেজে ওয়ার্ডে ঢোকা সহজ হবে ভেবে তিনি এমনটা করেছেন বলে জেরায় স্বীকার করেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এইমসে ভর্তি রোগীদের ডায়ালেসিস সংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছে, এমনকী তার লখনউয়ের একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও ম্যানেজমেন্টের ডিপ্লোমাও আছে বলে জেরায় বেরিয়েছে। আশিষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।