বেরিলি (উত্তরপ্রদেশ): পু্ত্রসন্তানের জন্য 'পাগল' বাবার নৃশংস আচরণ। ছেলে নয়, ফের মেয়ে হওয়ায় আগের শিশুকন্যাকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল এক ব্যক্তি। বেরিলির সিবি গঞ্জ থানার পরধাউলি গ্রামের এ দেশে কন্যাসন্তানরা যে কতটা অবাঞ্ছিত, তা ফের দেখিয়ে দিল ভয়াবহ ঘটনাটি।
পুলিশ জানিয়েছে, কাব্য নামে ১৮ মাসের মেয়েটি মারাত্মক জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তার বাবা অরবিন্দ গাঙ্গওয়ার নামে লোকটিকে।
গ্রামবাসীরা জানান, কয়েকদিন আগে অরবিন্দের স্ত্রী দ্বিতীয় কন্যাসন্তান প্রসব করার পর থেকেই ওই পরিবারে অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার মাতাল হয়ে অরবিন্দ দেড় বছরের প্রথম শিশুকন্যাকে বারান্দায় নিয়ে গিয়ে নীচে ফেলে দেয়।
তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসপি (শহর) অভিমন্যু সিংহ।
ফের কন্যাসন্তান, উত্তরপ্রদেশে ১৮ মাসের মেয়েকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিল বাবা! গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2018 01:13 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -