কলকাতা: পুজোয় অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির স্বস্তি, ১০ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের ‘রক্ষাকবচ’ দিল সুপ্রিম কোর্ট।
আজকে সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দিয়েছে যে, ‘তদন্তে সহযোগিতা করলে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।’ এছাড়াও আজ সিবিআইয়ের কাছে জানতে চাইল আদালত জানতে চায়, 'কতদিন ধরে তদন্ত চলবে?' সুপ্রিম কোর্ট (Supreme Court) মন্তব্য করে, 'আমরা চাই না বছরের পর বছর তদন্ত চলুক।'
পুজোর পরে ১০ অক্টোবর খুলবে সুপ্রিম কোর্ট, তারপর শুনানি হবে এই মামলার। পরবর্তী শুনানি পর্যন্ত মানিককে গ্রেফতার করতে পারবে না সিবিআই, আজ এই মর্মে রায় দেয় সুপ্রিম কোর্ট। মানিক ভট্টাচার্য দুর্নীতির কিংপিন, সুপ্রিম কোর্টে আজ এই মর্মে সওয়াল করে সিবিআই।
আরও পড়ুন: RBI Growth Forecast: দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান
২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিলেন মানিক ভট্টাচার্য্য (Manik Bhattacharyya)। গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য। বিচারপতি সুব্রত তালুকদার, লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেন মানিক ভট্টাচার্য। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্টের।
অন্যদিকে, পুজোর আগে , চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। প্রাথমিকের পর এবার হাইকোর্টের নির্দেশে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউ হতে চলেছে। পরীক্ষার ৬ বছর পরে চাকরিপ্রার্থীদের উচ্চপ্রাথমিকের ইন্টারভিউয়ের ডাক পেলেন তাঁরা। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ, জানাল স্কুল সার্ভিস কমিশন। উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের ডাকা হয়েছে। ‘দুর্নীতির অভিযোগে ২০১৯-এ মেধা তালিকা বাতিল করেছিল হাইকোর্ট’, ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে ১৫৮৫জনের ইন্টারভিউ হবে বলে সূত্রের খবর। ২০১৪ সালে এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালে পরীক্ষা হওয়ার পর ২০১৬ সালে ফল প্রকাশিত হয়। তারপর দু’বার ইন্টারভিউ হয়। দু’বার মেধাতালিকা বেরোলেও, আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়।