RBI Growth Projection: দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে আরও। শুক্রবার মুদ্রানীতি ঘোষণার সময় এই পূর্বাভাস দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মুখে শোনা যায় সেই কথা।
এদিন রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৩ আর্থিক বছরে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশের পরিবর্তে ৭ শতাংশে হতে পারে। তবে, ২০২৪ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ অনুমান করা হয়েছে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
RBI Growth Forecast: বছরের বিভিন্ন প্রান্তিকে RBI-এর বৃদ্ধির পূর্বাভাস কী হতে পারে ?
এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ''পরিষেবা খাতের বৃদ্ধি ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে একটি বড় ভূমিকা পালন করবে। এটি দ্রুত বৃদ্ধি পাবে। এর থেকে জিডিপির হারও বাড়তে পারে। এই বছরের কথা বললে, ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে, জিডিপি ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে এটি ৪.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সময়ে, ২০২৩ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে, জিডিপি ৪.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।''
Reserve Bank Of India: দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ফের একবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। উৎসবের মরসুমে ব্যয়বহুল হতে চলেছে EMI। আজ রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
RBI MPC Meeting: কত বাড়ল রেপো রেট ?
এই ঘোষণার পরে উৎসবের মরসুমে আপনার ইএমআই আরও ব্যয়বহুল হয়ে উঠবে। চলতি বছরে এই নিয়ে আরবিআই টানা চতুর্থবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ আরবিআই-এর আর্থিক নীতি ঘোষণার পর রেপো রেট ৫.৪০ শতাংশ থেকে বেড়ে ৫.৯০ শতাংশ হল। এদিন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর মুদ্রানীতির বৈঠকের পর এই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এখন ৫ মাসে ১. ৯০ শতাংশ বাড়ল রেপো রেট।
Repo Rate : আপনার ওপর কী প্রভাব ?
আরবিআই-এর এই সিদ্ধান্তের পর হোম লোন থেকে গাড়ি লোন, এডুকেশন লোন আরও ব্যয়বহুল হবে। অন্যদিকে, যারা ইতিমধ্যেই হোম লোন নিয়েছেন, তাদের ইএমআই আরও ব্যয়বহুল হবে। মুদ্রানীতি কমিটির বৈঠকের তিন দিন পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই গভর্নর।
আরও পড়ুন: Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার