টোকিও: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। আজ স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬.০৯ মিনিটে মিয়াগি প্রদেশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ইশিনোমাকি শহর থেকে পূর্বদিকে ৩৪ কিলোমিটার দূরে ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে কম্পন হয়। এই কম্পনের জেরে জাপানের রাজধানী টোকিওর সব বাড়িঘরও কেঁপে ওঠে। জারি হয় সুনামি-সতর্কতা। তবে সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায় সুনামি-সতর্কতা তুলে নেওয়া হয়েছে।



জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১১ সালের মার্চে তীব্র ভূমিকম্প ও সুনামির ফলে যে অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, এবারও সেই অঞ্চলেই ভূমিকম্প হওয়ায় সুনামির আশঙ্কা তৈরি হয়। মিয়াগি প্রদেশে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে এক গজ পর্যন্ত সুনামির সতর্কতা জারি হয়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।


২০১১ সালের ১১ মার্চ সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় জাপানে। এর জেরে সুনামি হয়। সেই সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই মিয়াগি অঞ্চলে বড়মাপের ভূমিকম্প হলেই সুনামির আশঙ্কা তৈরি হয়। সেই কারণেই আজও সুনামি-সতর্কতা জারি হয়।


জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মিয়াগি উপকূলবর্তী অঞ্চলের অনেক বাসিন্দাই সুনামি-সতর্কতা জারি হওয়ার পরেই বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যান।


মিয়াগির দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক তাকাশি ইয়োকোতা জানিয়েছেন, ‘আমরা এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর পাইনি। তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’