ইসলামাবাদ: ২ দিন আগেই চিনা ভ্যাকসিন নিয়েছেন। তারপরেই করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে বলে জানা গিয়েছে।  



ইমরানের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথমে জানান জাতীয় স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিশেষ সহকারী ফয়সল সুলতান। তিনি ট্যুইট করে জানান, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন।’



এরপর পাক প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও ট্যুইট করে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খান করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন।’


বৃহস্পতিবার চিনের তৈরি ভ্যাকসিন সাইনোফার্মের প্রথম ডোজ নেন ইমরান। এই ভ্যাকসিন এখন শুধু পাকিস্তানেই ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। মাত্র দু’বার পরীক্ষায় সাফল্য পাওয়ার পরেই এই ভ্যাকসিন ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে। ইমরান করোনা আক্রান্ত হওয়ায় এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।



পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খান সবে দু’দিন আগে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এত তাড়াতাড়ি কোনও ভ্যাকসিন কার্যকর হয় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে অ্যান্টিবডি তৈরি হয়।’


ট্যুইট করে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সেনেটর ফয়সল জাভেদ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর শরীরে মৃদু উপসর্গ আছে। তিনি বাড়িতেই সেলফ কোয়ারেন্টিনে থাকছেন। তিনি বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ চালাবেন।’


ইমরানের রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল ট্যুইট করে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন। তাঁর শরীরে উপসর্গ থাকলেও, সেটা মারাত্মক কিছু নয়। সামান্য সর্দি-কাশি ও জ্বর আছে।’



সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ১ ফেব্রুয়ারি পাকিস্তানে ৫ লক্ষ ডোজ সাইনোফার্ম পাঠায় চিন। এরপরেই পাকিস্তানে করোনার টিকা দেওয়া শুরু হয়। বুধবার দ্বিতীয় দফায় আরও ভ্যাকসিন পাঠিয়েছে চিন। এরপর বৃহস্পতিবার ভ্যাকসিন নেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হলেন।